ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। অথবা নিম্নোক্ত যেকোনো একটা ট্র্যাক্ট: সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে!, পারিবারিক জীবন উপভোগ করুন, শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস, কে প্রকৃতপক্ষে জগতকে শাসন করে? নভেম্বর: রাজ্য সংবাদ নং. ৩৮ বিতরণের বিশেষ অভিযান। মণ্ডলী যদি এর অন্তর্ভুক্ত সমস্ত এলাকায় কাজ শেষ করে থাকে অথবা যদি রাজ্য সংবাদ-এর মজুত শেষ হয়ে যায়, তাহলে প্রকাশকরা কোনো ব্যক্তির আগ্রহ অনুযায়ী যেকোনো ট্র্যাক্ট অর্পণ করতে পারে।