৪ নভেম্বর সপ্তাহের তালিকা
৪ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২২ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ১০ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: তীত ১–ফিলীমন (১০ মিনিট)
নং. ১: তীত ২:১-১৫ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: জীবনের প্রতি সম্মান দেখানো—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১২৭ অনু. ৬-পৃষ্ঠা ১২৮ অনু. ৯ (৫ মিনিট)
নং. ৩: যে-কারণে আমাদের ‘গল্পে মনোযোগ’ দেওয়া উচিত নয়—১ তীম. ১:৩, ৪; ২ তীম. ৪:৩, ৪ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: নভেম্বর মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের সচেতন থাক! পত্রিকাটি কেন আপনাদের এলাকার জন্য আগ্রহজনক, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে তুলে ধরুন। এরপর, শ্রোতাদেরকে সচেতন থাক! পত্রিকার প্রচ্ছদ বিষয় ব্যবহার করে আগ্রহজনক বিভিন্ন প্রশ্ন তুলে ধরার জন্য আমন্ত্রণ জানান। তারপর, কোন শাস্ত্রপদ পড়া যায়, সেই বিষয়েও বলতে আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: ঈশ্বরের বাক্য কার্যসাধক। (ইব্রীয় ৪:১২) ২০০১ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠার প্রবন্ধের ওপর ভিত্তি করে আলোচনা।
গান ৩৭ এবং প্রার্থনা