আপনি কি আরেকটু বেশি করতে চান?
১ যিশু রাজ্যকে অমূল্য ধনের সঙ্গে তুলনা করেছিলেন। (মথি ১৩:৪৪-৪৬) রাজ্যের সংবাদকে ছড়িয়ে দেওয়ার কাজও এক অমূল্য ধন। আমাদের জীবনে এই কাজকে প্রথম স্থান দেওয়া উচিত, যদিও এতে পুরোপুরি অংশ নেওয়ার সঙ্গে বেশ কিছুটা আত্মত্যাগ করা জড়িত। (মথি ৬:১৯-২১) আপনি কি রাজ্যের পরিচর্যায় আরেকটু বেশি করতে চান?
২ এই অপরিহার্য বিষয়গুলো বিবেচনা করুন: পরিচর্যায় নিজেদের অংশ বাড়াতে হলে, বেশ কয়েকটা বিষয় আবশ্যক: (১) রাজ্যের আগ্রহকে জীবনে প্রথমে স্থান দেওয়ার জন্য সংকল্পবদ্ধ হওয়া (মথি ৬:৩৩); (২) যিহোবার ওপর বিশ্বাস রাখা এবং নির্ভর করা (২ করি. ৪:১, ৭); (৩) সবসময় আন্তরিক প্রার্থনা করে ঈশ্বরের কাছ থেকে সাহায্য চাওয়া (লূক ১১:৮-১০); (৪) আমাদের প্রার্থনার সঙ্গে মিল রেখে কাজ করা।—যাকোব ২:১৪, ১৭.
৩ আমাদের পরিচর্যাকে বাড়ানোর বিভিন্ন উপায়: আমরা সবাই প্রতি মাসে নিয়মিতভাবে পরিচর্যায় কিছুটা সময় ব্যয় করার লক্ষ্য রাখতে পারি। কিন্তু, আপনি কি রীতিবহির্ভূত সাক্ষ্য দেওয়ার প্রতিটা সুযোগকে কাজে লাগানোর, আপনার উপস্থাপনাকে আরও অর্থপূর্ণ করে তোলার প্রচেষ্টা করার, পুনর্সাক্ষাতের কার্যকারিতা বাড়ানোর এবং উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করার কথা বিবেচনা করেছেন? আপনি কি সহায়ক অথবা নিয়মিত অগ্রগামী হিসেবে কিংবা যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে সেবা করতে পারেন? আপনি যদি একজন বাপ্তাইজিত ভাই হন, তাহলে আপনি কি একজন পরিচারক দাস অথবা প্রাচীন হিসেবে যোগ্য হওয়ার জন্য আকাঙ্ক্ষী হতে পারেন? (১ তীম. ৩:১, ১০) আপনি কি বেথেল সেবায়, অবিবাহিত ভাইদের জন্য বাইবেল স্কুল-এ অথবা খ্রিস্টান দম্পতিদের জন্য বাইবেল স্কুল-এ যোগদান করার জন্য আবেদন করার মাধ্যমে আপনার পরিচর্যাকে বাড়াতে পারেন?—লূক ১০:২.
৪ একজন ভাই, যিনি পূর্ণসময়ের চাকরি করতেন ও খেলাধুলার পিছনে যথেষ্ট সময় কাটাতেন, তাকে একজন নিয়মিত অগ্রগামী হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছিল। ফলে তিনি সহায়ক অগ্রগামীর কাজ শুরু করেন আর এর পরে পূর্ণসময়ের পরিচর্যা করার জন্য তার কাজকর্মে রদবদল করেন। পরে তিনি মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুল-এ (বর্তমানে অবিবাহিত ভাইদের জন্য বাইবেল স্কুল) যোগ দিয়েছিলেন, যা তাকে একজন সীমা অধ্যক্ষ হিসেবে তার বর্তমান কার্যভারের জন্য তৈরি হতে সাহায্য করেছিল। তিনি যে-উৎসাহ পেয়েছিলেন, তাতে সাড়া দিয়েছিলেন বলে তিনি খুবই আনন্দিত আর এখন তার এই আস্থা রয়েছে যে, রাজ্যের সেবায় আরেকটু বেশি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে তিনি অনেক সুখী।
৫ যিহোবা সেই ব্যক্তিদের আশীর্বাদ করেন, যারা নিজেদের বিলিয়ে দেয়। (যিশা. ৬:৮) আপনার পরিচর্যাকে বাড়ানোর ক্ষেত্রে আর এর ফলে আপনি যে আরও পরিতৃপ্তি ও সতেজতা লাভ করেন, তা লাভ করার ক্ষেত্রে কোনো কিছুই যেন আপনাকে বাধা দিতে না পারে।