২৮ অক্টোবর সপ্তাহের তালিকা
২৮ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ৯ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ তীমথিয় ১–২ তীমথিয় ৪ (১০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা (২০ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: ঈশ্বরের বাক্যের ব্যবহারিক মূল্য সম্বন্ধে তুলে ধরুন। ২০০৪ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠার প্রবন্ধের ওপর ভিত্তি করে আলোচনা। স্থানীয় এলাকার লোকেরা যে-বিষয়গুলো নিয়ে চিন্তা করে থাকে, সেই সম্বন্ধে মন্তব্য করার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। আমাদের উপস্থাপনাতে আমরা কীভাবে এই ধরনের চিন্তার বিষয় সম্বন্ধে তুলে ধরতে পারি, সেই বিষয়ে মন্তব্য করতে বলুন।
১৫ মিনিট: সময়মতো উপস্থিত হওয়ার গুরুত্ব। আলোচনা। (১) যিহোবা কীভাবে সময়ানুবর্তিতা সম্বন্ধে উত্তম উদাহরণ স্থাপন করেন? (হবক্. ২:৩) (২) সভাতে ও পরিচর্যায় সময়মতো উপস্থিত হওয়া কীভাবে দেখায় যে, আমরা যিহোবার প্রতি সম্মান এবং অন্যদের প্রতি বিবেচনা দেখাই? (৩) আমরা যখন ক্ষেত্রের পরিচর্যা সভায় দেরি করে পৌঁছাই, তখন তা পরিচর্যা দলকে ও পরিচালককে কীভাবে প্রভাবিত করে? (৪) আমরা যদি কোনো আগ্রহী ব্যক্তিকে অথবা বাইবেল ছাত্রকে বলি যে, আমরা একটা নির্দিষ্ট সময়ে ফিরে যাব, তাহলে কেন সেখানে ঠিক সময়ে ফিরে যাওয়া গুরুত্বপূর্ণ? (মথি ৫:৩৭) (৫) কোন ব্যবহারিক পরামর্শগুলো আমাদেরকে পরিচর্যায় নির্ধারিত সাক্ষাতে এবং মণ্ডলীর সভাতে সময়মতো উপস্থিত হওয়ার ব্যাপারে সাহায্য করতে পারে?
গান ১১ এবং প্রার্থনা