১০ মার্চ সপ্তাহের তালিকা
১০ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩১ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার ইচ্ছা পৃষ্ঠা ৩ এবং পাঠ ১ ও ২ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: আদিপুস্তক ৪০-৪২ (১০ মিনিট)
নং. ১: আদিপুস্তক ৪১:১-১৬ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: বাইবেলের গ্রন্থকার কে?—সুসমাচার পৃষ্ঠা ৬ অনু. ১ (৫ মিনিট)
নং. ৩: বড়দিন—প্রাথমিক খ্রিস্টানরা উদ্যাপন করত না—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৫৬ অনু. ৬-পৃষ্ঠা ১৫৭ অনু. ৮ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১৫ মিনিট: সতেজতাদায়ক পারিবারিক উপাসনা। একটা পরিবারের সাক্ষাৎকার নিন যে, তারা কীভাবে পারিবারিক উপাসনা করে থাকে। তারা তাদের পারিবারিক উপাসনায় কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে? কী নিয়ে আলোচনা করা হবে, তা তারা কীভাবে নির্ধারণ করে থাকে? jw.org ওয়েবসাইটে পাওয়া যায় এমন কোন বিষয়গুলো তারা ব্যবহার করে? এই উপাসনা কীভাবে তাদেরকে পরিচর্যায় সাহায্য করেছে? অন্য কোনো কাজকর্ম যাতে তাদের তালিকায় কোনোরকম ব্যঘাত সৃষ্টি না করে, সেইজন্য তারা কোন পদক্ষেপ নিয়েছে? কীভাবে তারা তাদের পারিবারিক উপাসনার কার্যক্রম থেকে উপকার লাভ করেছে?
১৫ মিনিট: “আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?” প্রশ্নোত্তর। ব্রোশারটি যেভাবে তৈরি করা হয়েছে এবং এটির বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে পুনরালোচনা করুন। ২০১৩ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠা দেখুন।
গান ১৬ এবং প্রার্থনা