ঘোষণাবলি
উল্লেখিত মাসগুলোর জন্য সাহিত্য অর্পণ, মার্চ ও এপ্রিল: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা। মে ও জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বই অথবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী যেকোনো ট্র্যাক্ট।
২০১৪ সালে, ৪ এপ্রিল, সোমবার স্মরণার্থ সভা অনুষ্ঠিত হবে। আপনার মণ্ডলীতে যদি সাধারণত সোমবারে সভা অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেই সভা সপ্তাহের অন্য দিনে করতে হবে যদি কিংডম হল ব্যবহার করার সুযোগ থাকে। আপনাদের পরিচর্যা সভা যদি বাদ পড়ে, তাহলে প্রাচীনগোষ্ঠীর কোঅর্ডিনেটর হয়তো সেই তালিকায় রদবদল করতে পারেন, যাতে যে-অংশগুলো আপনার মণ্ডলীর জন্য বিশেষভাবে প্রযোজ্য, সেগুলো সেই মাসের অন্য কোনো পরিচর্যা সভায় আলোচনা করা যেতে পারে।
২০১৪ সালের পরিচর্যা বছরের দ্বিতীয় পর্যায় সীমা অধ্যক্ষ জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতা দেবেন, সেটির শিরোনাম হল “জগতের সংকট থেকে মুক্তি।”
২০১৪ সালের ১৯ মে থেকে মণ্ডলীর বাইবেল অধ্যয়নে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটি অধ্যয়ন করা হবে। যে-মণ্ডলীগুলোতে এই বইটি সরবরাহের প্রয়োজন রয়েছে, পরবর্তী সাহিত্যে আবেদনের সঙ্গে তাদের সেটির জন্য অনুরোধ করা উচিত।