৭ এপ্রিল সপ্তাহের তালিকা
৭ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫৩ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার ইচ্ছা পাঠ ১১-১৩ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যাত্রাপুস্তক ৭-১০ (১০ মিনিট)
নং. ১: যাত্রাপুস্তক ৯:২০-৩৫ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: যিশুর জীবন কীভাবে শুরু হয়েছিল?—সুসমাচার পৃষ্ঠা ৮ অনু. ১ (৫ মিনিট)
নং. ৩: প্রভুর সান্ধ্যভোজ কী?—বাইবেল শিক্ষা দেয় পরি. পৃষ্ঠা ২০৬-২০৮ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
১০ মিনিট: এপ্রিল মাসে পত্রিকা অর্পণ করুন। আলোচনা। এই পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটি ব্যবহার করে, এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকাটি কীভাবে অর্পণ করা যেতে পারে, সেই বিষয়ে নমুনা দেখান। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটির শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করুন। পত্রিকাটির সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়ার ও উদ্যোগের সঙ্গে এটি অপর্ণ করার জন্য সকলকে উৎসাহিত করে শেষ করুন।
১০ মিনিট: অতিথিসেবা ভুলে যাবেন না। (ইব্রীয় ১৩:১, ২) একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। স্মরণার্থ সভার জন্য স্থানীয় আয়োজন সম্বন্ধে পুনরালোচনা করুন। সকলে যেভাবে উপস্থিত আমন্ত্রিত ব্যক্তিদের এবং নিষ্ক্রিয় প্রকাশকদেরকে আতিথেয়তা দেখাতে পারে, সেই বিষয়ে বিভিন্ন উপায় সম্বন্ধে বলুন। সংক্ষেপে দুই অংশের একটা নমুনা দেখান। প্রথমে দেখান যে, একজন প্রকাশক কার্যক্রম শুরু হওয়ার আগে এমন কাউকে স্বাগত জানাচ্ছেন, যিনি অভিযানের সময় আমন্ত্রণপত্র পেয়েছিলেন। এরপর, দেখান যে, সেই প্রকাশক কার্যক্রমের শেষে আগ্রহী ব্যক্তির আগ্রহকে আরও বৃদ্ধি করার ব্যবস্থা করেন।
১০ মিনিট: আমরা কী সম্পাদন করেছি? আলোচনা। প্রকাশকদের মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানান যে, “পরিচর্যায় আপনার দক্ষতাকে বাড়ানো—যারা আলোচনা থামিয়ে দিতে চায়, তাদের সঙ্গে কথা বলা” নামক প্রবন্ধ থেকে পাওয়া পরামর্শ কাজে লাগিয়ে কীভাবে তারা উপকার লাভ করেছে। আর এই বিষয়ে তাদের যে-উত্তম অভিজ্ঞতাগুলো হয়েছে, সেই বিষয়ে বলার জন্য শ্রোতাদেরকে বলতে বলুন।
গান ২০ এবং প্রার্থনা