৮ ডিসেম্বর সপ্তাহের তালিকা
৮ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় পরিশিষ্ট পৃষ্ঠা ২১৮-২১৯ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিহোশূয়ের পুস্তক ১-৫ (১০ মিনিট)
নং. ১: যিহোশূয়ের পুস্তক ১:১-১৮ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: মিথ্যা খ্রিস্টানদের সম্বন্ধে যিশু কী বলেছিলেন?—সুসমাচার পৃষ্ঠা ২০ অনু. ২ (৫ মিনিট)
নং. ৩: কেন আপনি বাইবেলে লিপিবদ্ধ ভবিষ্যদ্বাণীগুলোর ওপর নির্ভর করতে পারেন?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ২৩ অনু. ১৩–পৃষ্ঠা ২৬ অনু. ২০ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: আমাদের যে-ভালো ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা থেকে “ভাল দ্রব্য” বের করুন।—মথি ১২:৩৫ক.
১০ মিনিট: “এই মাসে আমাদের জন্য ‘ভাল দ্রব্য’ সঞ্চিত রয়েছে।” বক্তৃতা। এই মাসের মূলভাব তুলে ধরুন। (মথি ১২:৩৫ক) যে-ব্যক্তি আমাদের সত্য শিখিয়েছিলেন, তার কাছ থেকে আমরা আধ্যাত্মিক ভাণ্ডার পেয়েছিলাম। (২০০২ সালের ১ এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকার পৃষ্ঠা ১৬ অনুচ্ছেদ ৫-৭ দেখুন।) তাই, আমাদের উচিত অন্যদের সঙ্গে আমাদের ‘ভাল দ্রব্য’ ভাগ করে নেওয়া। (গালা. ৬:৬) এই মাসের পরিচর্যা সভাগুলোতে আমরা যে-‘ভাল দ্রব্য’ লাভ করব, সেগুলো সম্বন্ধে আগ্রহ জাগিয়ে তুলুন। আমাদেরকে শিক্ষাদানের ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করা হবে।
২০ মিনিট: “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—বাইবেল শিক্ষা দেয় বই অথবা সুসমাচার ব্রোশার ব্যবহার করে, বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখানো।” আলোচনা। একজন যোগ্য প্রকাশক অথবা একজন অগ্রগামীকে বাইবেল শিক্ষা দেয় বই অথবা সুসমাচার ব্রোশার থেকে একটা বাইবেল অধ্যয়নের নমুনা দেখাতে বলুন।
গান ৪৪ এবং প্রার্থনা