২ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
২ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৪ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ১২ অনু. ১৭-২২ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ৮-১০ (৮ মিনিট)
নং. ১: বিচারকর্ত্তৃগণের বিবরণ ৮:১৩-২৭ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: বাইবেলের নীতিগুলো কীভাবে আমাদের উপকৃত করে?—সুসমাচার পৃষ্ঠা ২৩ অনু. ২-৪ (৫ মিনিট)
নং. ৩: যিশুর বিশেষ ভূমিকা কী?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৩৮ অনু. ৪-পৃষ্ঠা ৪০ অনু. ৯ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘সম্পূর্ণ নম্রতার সহিত প্রভুর দাস্যকর্ম্ম করুন।’—প্রেরিত ২০:১৯.
১০ মিনিট: ফেব্রুয়ারি মাসে পত্রিকা অর্পণ করুন। আলোচনা। জানুয়ারি থেকে মার্চ মাসের সচেতন থাক! পত্রিকাটা অর্পণ করার জন্য যেভাবে এই পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটা ব্যবহার করা যেতে পারে, তা দেখিয়ে আলোচনা শুরু করুন। তার পর নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমাদের কী অভিজ্ঞতা হয়েছে? আলোচনা। “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—রেগে যায় এমন গৃহকর্তাকে উত্তর দেওয়া” শিরোনামের প্রবন্ধে তুলে ধরা পরামর্শ কাজে লাগিয়ে প্রকাশকরা কীভাবে উপকার লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য প্রকাশকদের আমন্ত্রণ জানান। আর এক্ষেত্রে তারা যে-উত্তম অভিজ্ঞতা লাভ করেছে, তা তাদেরকে বলতে বলুন।
গান ৯ এবং প্রার্থনা