ঘোষণাবলি
◼ উল্লেখিত মাসগুলোর জন্য সাহিত্য অর্পণ, সেপ্টেম্বর ও অক্টোবর: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা। নভেম্বর ও ডিসেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? অথবা আপনি কি সত্য জানতে চান? ব্যক্তির প্রয়োজন অনুযায়ী প্রকাশক হয়তো অন্য কোনো ট্র্যাক্ট ব্যবহার করতে পারেন।
◼ ২০১৬ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতাটা ২৮ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু, সেই সপ্তাহে দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তু পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। সেই সপ্তাহান্তে যে-মণ্ডলীগুলোতে সীমা অধ্যক্ষের পরিদর্শন অথবা কোনো সম্মেলন থাকবে, সেই মণ্ডলীগুলোতে পরের সপ্তাহে বিশেষ বক্তৃতা দেওয়া হবে। ২৮ মার্চের আগে কোনো মণ্ডলীতে যেন বিশেষ বক্তৃতা দেওয়া না হয়।
◼ ২০১৪ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৫ পৃষ্ঠার ২২ থেকে ২৪ অনুচ্ছেদে দেওয়া নির্দেশনা অনুযায়ী মণ্ডলীর পরিচর্যা কমিটি-র সমস্ত নিয়মিত অগ্রগামীর কাজ পুনরালোচনা করা উচিত।
◼ সমাজচ্যুত অথবা মেলামেশা বন্ধ করে দিয়েছে, এমন ব্যক্তিরা যারা পুনর্বহাল হতে চায়, তাদের সম্বন্ধে প্রাচীনদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, তারা যেন ১৯৯২ সালের ১ ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৭-১৯ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো মেনে চলেন।