খ্রিস্টীয় জীবনযাপন
আপনার এলাকার প্রত্যেককে স্মরণার্থ সভার জন্য আমন্ত্রণ জানান!
ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ থেকে যে-অভিযান শুরু হবে, সেই অভিযান চলাকালীন আমরা আমাদের এলাকার যত লোককে সম্ভব, খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ দিবস পালন করার জন্য আমন্ত্রণ জানাব। এ ছাড়া, আগ্রহ দেখায় এমন যে-কোনো ব্যক্তির প্রতি আমরা মনোযোগ দেব, যাতে সেই আগ্রহ আরও বাড়ানো যায়।
এই পদক্ষেপগুলো বিবেচনা করুন
আপনার উপস্থাপনা তুলে ধরুন
“আমরা অতি গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করছি। মার্চ মাসের ২৩ তারিখে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোক যিশু খ্রিস্টের মৃত্যু দিবস উদ্যাপন করার জন্য একত্রিত হবে। এ ছাড়া, তাঁর মৃত্যু কীভাবে আমাদের উপকৃত করে, সেই বিষয়ে সেখানে বাইবেলভিত্তিক এক বক্তৃতা তুলে ধরা হবে, যা শোনার জন্য কোনো মূল্য লাগবে না। কখন ও কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা এই আমন্ত্রণপত্রে দেওয়া রয়েছে। যদি সম্ভব হয়, তা হলে দয়া করে আসবেন।”
কোনো ব্যক্তি আগ্রহ দেখালে, আপনি যা করতে পারেন . . .
ঈশ্বরের রাজ্য কী? শিরোনামের ট্র্যাক্টটা দিন
পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
স্মরণার্থ সভার ভিডিও দেখান
পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
ফিরে গিয়ে আপনি যা করতে পারেন . . .
কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটা দেখান
এরপর, বাইবেল অধ্যয়নের কোনো সহায়ক দিন।
বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটা দিন
২০৬-২০৮ পৃষ্ঠা ব্যবহার করে স্মরণার্থ সভা সম্বন্ধে ব্যাখ্যা করুন। এরপর, বইটা দিন।
ঈশ্বরের কথা শুনুন ব্রোশারটা দিন
১৮-১৯ পৃষ্ঠা ব্যবহার করে খ্রিস্টের মৃত্যু আমাদের জন্য কী অর্থ রাখে, তা আলোচনা করুন। এরপর, ব্রোশারটা দিন।