ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৬ মে পৃষ্ঠা ৭
  • মে ৩০–জুন ৫

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মে ৩০–জুন ৫
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
mwb১৬ মে পৃষ্ঠা ৭

মে ৩০–জুন ৫

গীতসংহিতা ২৬-৩৩

  • গান ২৩ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • “সাহসের জন্য যিহোবার উপর নির্ভর করুন”: (১০ মিনিট)

    • গীত ২৭:১-৩—কীভাবে যিহোবা আমাদের জ্যোতি, তা নিয়ে চিন্তা করা আমাদের সাহসী করে তুলবে (প্রহরীদুর্গ ১২ ৭/১৫ ২২-২৪ অনু. ৩-৬)

    • গীত ২৭:৪—সত্য উপাসনার প্রতি উপলব্ধি আমাদেরকে শক্তিশালী করে তোলে (প্রহরীদুর্গ ১২ ৭/১৫ ২৪ অনু. ৭)

    • গীত ২৭:১০—যিহোবা তাঁর দাসদের সেই সময়ও সমর্থন করার জন্য প্রস্তুত, যখন অন্যেরা তাদেরকে পরিত্যাগ করে (প্রহরীদুর্গ ১২ ৭/১৫ ২৪ অনু. ৯-১০)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • গীত ২৬:৬—দায়ূদের মতো, আমরা কীভাবে রূপক অর্থে যিহোবার যজ্ঞবেদি প্রদক্ষিণ করি? (প্রহরীদুর্গ ০৬ ৫/১৫ ১৯ অনু. ১১)

    • গীত ৩২:৮—যিহোবার কাছ থেকে বুদ্ধি বা অন্তর্দৃষ্টি লাভ করার একটা উপকার কী? (প্রহরীদুর্গ ০৯ ৬/১ ৫ অনু. ৩, ইংরেজি; প্রহরীদুর্গ ০৮ ১০/১৫ ৪ অনু. ৮)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?

    • এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৩২:১–৩৩:৮

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) সত্য জানতে চান ট্র্যাক্ট—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) JW লাইব্রেরি থেকে বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিওটা দেখিয়ে একজন পরিচিত ব্যক্তিকে কীভাবে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়া যেতে পারে, সেটার নমুনা তুলে ধরুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) যিহোবার ইচ্ছা পাঠ ৯—সংক্ষেপে ছাত্রকে দেখান, কীভাবে তিনি JW লাইব্রেরি ব্যবহার করে সভার জন্য প্রস্তুতি নিতে পারেন।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১

  • স্থানীয় প্রয়োজন: (১৫ মিনিট) যদি চান, তা হলে বর্ষপুস্তক (ইংরেজি) থেকে যে-শিক্ষাগুলো লাভ করা যায়, সেগুলো আলোচনা করতে পারেন। (বর্ষপুস্তক ১৬ ১১২-১১৩; ১৩৫-১৩৬, ইংরেজি)

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৫ অনু. ১৮-২৩, ২০৬ পৃষ্ঠায় দেওয়া বাক্স

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৪২ এবং প্রার্থনা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার