ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ২৬-৩৩
সাহসের জন্য যিহোবার উপর নির্ভর করুন
যিহোবার সুরক্ষামূলক কাজগুলো স্মরণে রাখা দায়ূদকে সাহস জুগিয়েছিল
যিহোবা অল্পবয়সি দায়ূদকে সিংহের মুখ থেকে রক্ষা করেছিলেন
যিহোবা দায়ূদকে তার পালকে রক্ষা করার জন্য একটা ভল্লুককে হত্যা করতে সাহায্য করেছিলেন
যিহোবা গলিয়াৎকে হত্যা করার জন্য দায়ূদকে সাহায্য করেছিলেন
কী আমাদের দায়ূদের মতো সাহস লাভ করার জন্য সাহায্য করতে পারে?
প্রার্থনা করা
প্রচার করা
সভায় উপস্থিত হওয়া
ব্যক্তিগত অধ্যয়ন এবং পারিবারিক উপাসনা করা
অন্যদের উৎসাহিত করা
কীভাবে যিহোবা অতীতে আমাদের সাহায্য করেছেন, তা স্মরণ করা