ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ১০২-১০৫
আমরা যে ধূলিমাত্র, এটা যিহোবা স্মরণে রাখেন
দায়ূদ যিহোবার করুণার বিষয়টা তুলে ধরার জন্য বিভিন্ন বাক্যালংকার ব্যবহার করেন।
আমরা যেমন আকাশমণ্ডল ও পৃথিবীর দূরত্ব পুরোপুরিভাবে বুঝতে পারি না, তেমনই আমরা যিহোবার দয়া এবং অনুগত প্রেমের গভীরতা উপলব্ধি করতে পারি না
পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেমন দূরবর্তী, যিহোবা আমাদের পাপগুলোকে তেমনই দূরে সরিয়ে দেন
ছেলে আঘাত পেলে একজন বাবা যেমন সমবেদনা দেখান, তেমনই যিহোবা সেই অনুতপ্ত ব্যক্তিদের প্রতি করুণা দেখান, যারা নিজেদের পাপের কারণে তীব্র যন্ত্রণা ভোগ করে