মে ২৯–জুন ৪
যিরমিয় ৪৯-৫০
গান ২৮ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা নম্র ব্যক্তিদের আশীর্বাদ করেন এবং উদ্ধত ব্যক্তিদের শাস্তি দেন”: (১০ মিনিট)
যির ৫০:৪-৭—অনুতপ্ত ও নম্র ইস্রায়েলীয়দের অবশিষ্টাংশ বন্দিত্ব থেকে মুক্ত হবে ও সিয়োনে ফিরে আসবে
যির ৫০:২৯-৩২—যিহোবার বিরুদ্ধে দর্প বা উদ্ধত মনোভাব দেখানোর কারণে বাবিলকে ধ্বংস করা হবে (অন্তর্দৃষ্টি-১ ৫৪, ইংরেজি)
যির ৫০:৩৮, ৩৯—বাবিলে আর কখনো জনবসতি হবে না (যিরমিয় ১৬১ অনু. ১৫, ইংরেজি; প্রহরীদুর্গ ৯৮ ৪/১ ২০ অনু. ২০)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যির ৪৯:১, ২—যিহোবা কেন অম্মোন-সন্তানদের তিরস্কার করেছিলেন? (অন্তর্দৃষ্টি-১ ৯৪ অনু. ৬, ইংরেজি)
যির ৪৯:১৭, ১৮—ইদোম কীভাবে সদোম ও ঘমোরার তুল্য হবে এবং কেন? (যিরমিয় ১৬৩ অনু. ১৮, ইংরেজি; যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-২ ৩৫১ অনু. ৬, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যির ৫০:১-১০
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-32 ট্র্যাক্ট, প্রচ্ছদ—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-32 ট্র্যাক্ট—“চিন্তা করার মতো বিষয়” শিরোনামের অংশটা আলোচনা করুন। পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
বক্তৃতা: (৬ মিনিট বা এর চেয়ে কম) প্রহরীদুর্গ ১৫ ৩/১৫ ১৭-১৮— মূলভাব: কেন সাম্প্রতিক বছরগুলোতে আমাদের প্রকাশনায় কোনো বিষয়ের পূর্বাভাস ও এর পরিপূর্ণতা সম্বন্ধে খুব-একটা দেখা যায় না?
খ্রিস্টীয় জীবনযাপন
কড়িকাঠ বের করে ফেলুন: (১৫ মিনিট) কড়িকাঠ বের করে ফেলুন শিরোনামের ভিডিওটা দেখান। এরপর এই প্রশ্নগুলো আলোচনা করুন: কীভাবে একজন ভাই অহংকারী ও সমালোচনামূলক মনোভাব দেখিয়েছেন? কী তাকে নিজের চিন্তাভাবনা রদবদল করতে সাহায্য করেছে? কীভাবে তিনি উপকৃত হয়েছেন?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ২৩ অনু. ১৫-২৯, ২০৪ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১৩ এবং প্রার্থনা