ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিরমিয় ৪৯-৫০
যিহোবা নম্র ব্যক্তিদের আশীর্বাদ করেন এবং উদ্ধত ব্যক্তিদের শাস্তি দেন
যিহোবা যখন ইস্রায়েলীয়দের বন্দিত্ব থেকে মুক্ত করবেন, তখন আনন্দে তাদের চোখে জল আসবে
যিহোবার সঙ্গে করা তাদের নিয়ম বা চুক্তির প্রতি তারা নতুন করে সাড়া দেবে এবং সত্য উপাসনা পুনর্স্থাপন করার জন্য দীর্ঘযাত্রা করে যিরূশালেমে ফিরে আসবে
যিহোবার লোকেদের প্রতি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করার কারণে উদ্ধত বাবিল অদণ্ডিত থাকবে না
ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বাবিল জনবসতিহীন পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছিল