ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিরমিয় ৩৯-৪৩
যিহোবা প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল দেবেন
সিদিকিয় বাবিলের কাছে আত্মসমর্পণ করার বিষয়ে যিহোবার নির্দেশনার অবাধ্য হয়েছিলেন
সিদিকিয়ের চোখের সামনেই তার ছেলেদের হত্যা করা হয়েছিল। এরপর তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, তাকে পিতলের শিকল দিয়ে বাধা হয়েছিল আর মৃত্যুর আগে পর্যন্ত তিনি বাবিলে কারাবদ্ধ ছিলেন
এবদ-মেলক যিহোবার উপর বিশ্বাস বা নির্ভরতা দেখিয়েছিলেন এবং তাঁর ভাববাদী যিরমিয়ের জন্য চিন্তা প্রকাশ করেছিলেন
যিহোবা প্রতিজ্ঞা করেছিলেন, যিহূদা ধ্বংস করার সময় তিনি এবদ-মেলককে রক্ষা করবেন
যিরূশালেম ধ্বংস হওয়ার আগে যিরমিয় বহু বছর ধরে সাহসের সঙ্গে প্রচার করেছিলেন
যিরূশালেম যখন অবরুদ্ধ ছিল, তখন যিহোবা যিরমিয়ের সুরক্ষা করেছিলেন এবং বাবিলীয়দের দ্বারা তার মুক্ত হওয়ার ব্যবস্থা করেছিলেন