নভেম্বর ২৭–ডিসেম্বর ৩
নহূম ১–হবক্কূক ৩
গান ৫১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আধ্যাত্মিকভাবে সতর্ক ও সক্রিয় থাকুন”: (১০ মিনিট)
[নহূম বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
[হবক্কূক বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
হবক্ ২:১-৪—যিহোবার আসন্ন বিচারদিনে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই ‘অপেক্ষা করিতে’ হবে (প্রহরীদুর্গ ০৭ ১১/১৫ ১০ অনু. ৩-৫)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
নহূম ১:৮; ২:৬—কীভাবে নীনবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল? (প্রহরীদুর্গ ০৭ ১১/১৫ ৯ অনু. ২)
হবক্ ৩:১৭-১৯—হর্মাগিদোনের আগে ও তা চলাকালে আমরা যদিও কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হতে পারি, কিন্তু আমরা কোন আস্থা রাখতে পারি? (প্রহরীদুর্গ ০৭ ১১/১৫ ১০ অনু. ১০)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) হবক্ ২:১৫–৩:৬
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) hf ব্রোশার—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) hf ব্রোশার—আগের সাক্ষাতে এই ব্রোশার অর্পণ করা হয়েছে। পুনর্সাক্ষাতের একটা নমুনা দেখান।
বক্তৃতা: (৬ মিনিট বা এর চেয়ে কম) প্রহরীদুর্গ ১৬.০৩ ২৩-২৫—মূলভাব: আপনি কি আপনার মণ্ডলীতে সাহায্য করতে পারেন?
খ্রিস্টীয় জীবনযাপন
“আপনার পরিস্থিতি যখন পরিবর্তন হয়, তখনও আধ্যাত্মিকভাবে সতর্ক ও সক্রিয় থাকুন”: (১৫ মিনিট) আলোচনা। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার সময় আধ্যাত্মিকভাবে দৃঢ় থাকুন শিরোনামের ভিডিওটা দেখান (ভিডিও-র অধীনে বাইবেল দেখুন)।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৯ অনু. ১-৭
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৫ এবং প্রার্থনা