খ্রিস্টীয় জীবনযাপন
আপনার পরিস্থিতি যখন পরিবর্তন হয়, তখনও আধ্যাত্মিকভাবে সতর্ক ও সক্রিয় থাকুন
আমরা যে-সমস্ত ‘পরিবর্তনের’ মুখোমুখি হই, সেগুলো এড়িয়ে চলা যায় না, বিশেষভাবে এই শেষকালে। (১করি ৭:৩১, NW) প্রত্যাশিত হোক কিংবা অপ্রত্যাশিত হোক, ভালো কিংবা মন্দ হোক, পরিবর্তনগুলো আমাদের উপাসনায় বাধা দিতে পারে এবং যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। পরিবর্তনের সময় কী আমাদের আধ্যাত্মিকভাবে সতর্ক ও সক্রিয় থাকতে সাহায্য করবে? এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার সময় আধ্যাত্মিকভাবে দৃঢ় থাকুন শিরোনামের ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
একজন ভাই সেই পরিবারের বাবাকে কোন পরামর্শ দিয়েছিলেন?
কীভাবে মথি ৭:২৫ পদের নীতি সেই পরিবারের পরিস্থিতিতে প্রয়োগ করা হয়েছিল?
কীভাবে সেই পরিবার অন্য জায়গায় চলে যাওয়ার জন্য আগে থেকে পরিকল্পনা করেছিল আর কীভাবে এটা তাদের সাহায্য করেছিল?
কী সেই পরিবারকে মণ্ডলী ও এলাকার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য সাহায্য করেছিল?
সম্প্রতি আমার জীবনে কোন কোন বড়ো পরিবর্তন হয়েছে?
কীভাবে আমি এই ভিডিওতে তুলে ধরা নীতিগুলো আমার পরিস্থিতিতে কাজে লাগাতে পারি?