খ্রিস্টীয় জীবনযাপন
সন্তান মানুষ করার জন্য যিহোবার কাছ থেকে শিক্ষালাভ করেছি
সন্তানদের সফলভাবে মানুষ করতে সাহায্য লাভ করার জন্য দম্পতিরা তাদের স্বর্গীয় পিতা যিহোবার কাছ থেকে কী শিখতে পারে? সন্তান মানুষ করার জন্য যিহোবার কাছ থেকে শিক্ষালাভ করেছি শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর আ্যবিলিয়ু ও উলা আ্যমোরিম সম্বন্ধে নীচের প্রশ্নগুলোর উত্তর দিন:
কীভাবে এই দম্পতির শৈশব তাদের নিজেদের সন্তান মানুষ করার সময় তাদের উপর প্রভাব ফেলেছে?
তাদের সন্তানদের শৈশবের কোন আনন্দময় স্মৃতি রয়েছে?
কীভাবে আ্যবিলিয়ু ও উলা দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭ পদ কাজে লাগানোর চেষ্টা করেছেন?
কেন তারা সন্তানদের কেবল কী করতে হবে সেই বিষয়ে নির্দেশ দেননি?
কীভাবে তারা সন্তানদের জীবনে বিভিন্ন উত্তম সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন?
তারা সবসময় তাদের সন্তানদের পূর্ণসময়ের সেবা করার জন্য উৎসাহিত করেছেন, কিন্তু এই কারণে তাদের হয়তো কোন ধরনের ত্যাগস্বীকার করতে হয়েছে? (সাক্ষ্য দেওয়া ১৭৮ অনু. ১৯, ইংরেজি)