জানুয়ারি ১৪-২০
প্রেরিত ২৩-২৪
গান ৩৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“মহামারি স্বরূপ ও কলহজনক এক ব্যক্তি হিসেবে অভিযুক্ত”: (১০ মিনিট)
প্রেরিত ২৩:১২, ১৬—পৌলকে হত্যা করার এক ষড়যন্ত্র ব্যর্থ হয় (সাক্ষ্য দেওয়া ১৯১ অনু. ৫-৬, ইংরেজি)
প্রেরিত ২৪:২, ৫, ৬—তর্তুল্ল নামে একজন উকিল রোমীয় দেশাধ্যক্ষের কাছে পৌলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন (সাক্ষ্য দেওয়া ১৯২ অনু. ১০)
প্রেরিত ২৪:১০-২১—পৌল সম্মানের সঙ্গে আত্মপক্ষ সমর্থন করেছিলেন এবং সাহসের সঙ্গে সাক্ষ্য দিয়েছিলেন (সাক্ষ্য দেওয়া ১৯৩-১৯৪ অনু. ১৩-১৪)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
প্রেরিত ২৩:৬—কেন পৌল নিজেকে একজন ফরীশী বলে উল্লেখ করেছিলেন? (“আমি একজন ফরীশী” স্টাডি নোট—প্রেরিত ২৩:৬, nwtsty)
প্রেরিত ২৪:২৪, ২৭—দ্রুষিল্লা কে ছিলেন? (“দ্রুষিল্লা” স্টাডি নোট—প্রেরিত ২৪:২৪, nwtsty)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) প্রেরিত ২৩:১-১৫ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৪ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় উত্থাপিত হলে কীভাবে কথা বলা যায়, তা তুলে ধরুন। (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় উত্থাপিত হলে কীভাবে কথা বলা যায়, তা তুলে ধরুন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
খ্রিস্টীয় জীবনযাপন
বার্ষিক পরিচর্যা রিপোর্ট: (১৫ মিনিট) একজন প্রাচীন বক্তৃতা দেবেন। শাখা অফিসের কাছ থেকে পাওয়া বার্ষিক পরিচর্যা রিপোর্ট পড়ুন আর তারপর আগে থেকে বাছাই করা কয়েক জন প্রকাশকের সাক্ষাৎকার নিন। গত বছর পরিচর্যায় তারা যে-উৎসাহজনক অভিজ্ঞতা লাভ করেছিল, সেই বিষয়ে তাদের মন্তব্য করতে বলুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৮ অনু. ১৮-২১, ২৮৯ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৯ এবং প্রার্থনা