ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রেরিত ২৩-২৪
মহামারি স্বরূপ ও কলহজনক এক ব্যক্তি হিসেবে অভিযুক্ত
যিরূশালেমের যিহুদিরা পৌলকে হত্যা করার জন্য ‘আপনাদিগকে এক অভিশাপে আবদ্ধ করিয়াছিল।’ (প্রেরিত ২৩:১২) কিন্তু, যিহোবার ইচ্ছা ছিল পৌল সাক্ষ্য দেওয়ার জন্য রোমে যাবেন। (প্রেরিত ২৩:১১) পৌলের ভাগনে সেই ষড়যন্ত্র সম্বন্ধে শুনে ফেলেছিলেন ও পৌলকে তা জানিয়েছিলেন আর এভাবে পৌলের অকালমৃত্যু রোধ করা হয়েছিল। (প্রেরিত ২৩:১৬) এই বিবরণ থেকে আপনি কী শিখতে পারেন . . .
ঈশ্বরের উদ্দেশ্য ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা সম্বন্ধে?
আমাদের সাহায্য করার বিষয়ে ঈশ্বরের মাধ্যম সম্বন্ধে?
সাহস সম্বন্ধে?