খ্রিস্টীয় জীবনযাপন
কুইবেকে কাজের বৈধ স্বীকৃতি প্রদান করা হয়
যখন পৌলের বিচার চলছিল, তখন তিনি কৈসরের কাছে আপিল করেছিলেন। একজন রোমীয় নাগরিক হিসেবে তার অধিকার ব্যবহার করার মাধ্যমে তিনি বর্তমানে আমাদের জন্য এক উদাহরণ স্থাপন করেছেন। কুইবেকে কাজের বৈধ স্বীকৃতি প্রদান করা হয় শিরোনামের ভিডিওটা দেখুন আর সুসমাচারের পক্ষসমর্থন করার জন্য কুইবেকে আমাদের ভাইয়েরা যেভাবে তাদের বৈধ অধিকার ব্যবহার করেছে, তা জানুন। এরপর নীচের প্রশ্নগুলোর উত্তর দিন:
কুইবেকে আমাদের ভাই-বোনেরা কোন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে?
তারা কোন বিশেষ ট্র্যাক্ট বিতরণ করেছিল আর এর ফল কী হয়েছিল?
এমি বুশে নামে একজন ভাইয়ের কী হয়েছিল?
কানাডার সুপ্রিম কোর্ট ভাই বুশের মামলার কী রায় দিয়েছিল?
ভাইয়েরা কোন বৈধ অধিকার ব্যবহার করেছিলেন, যা সচরাচর ব্যবহার করা হয় না আর এর ফল কী হয়েছিল?
একটা খ্রিস্টীয় সভা চলার সময় যাজকদের উসকানিতে পুলিশ যখন সেখানে বাধা দিয়েছিল, তখন কী হয়েছিল?