ঈশ্বরের বাক্যের গুপ্তধন | প্রেরিত ২৫-২৬
পৌল কৈসরের কাছে আপিল করেন আর এরপর রাজা হেরোদ আগ্রিপ্পর কাছে সাক্ষ্য দেন
আমাদের যখন “দেশাধ্যক্ষ ও রাজাদের সম্মুখে” নেওয়া হবে, তখন কী বলতে হবে সেই বিষয়ে যদিও আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, তবে আমাদের প্রত্যাশার কারণ জানতে চায় এমন সকলের সামনে আমাদের “উত্তর দিতে” বা আত্মপক্ষ সমর্থন করতে “প্রস্তুত” থাকা উচিত। (মথি ১০:১৮-২০; ১পিতর ৩:১৫) যদি বিরোধীরা “বিধান” বা আইন “দ্বারা উপদ্রব” তৈরি করে, তা হলে কীভাবে আমরা পৌলের উদাহরণ অনুকরণ করতে পারি?—গীত ৯৪:২০.
আমরা সুসমাচারের পক্ষসমর্থন করার জন্য আমাদের বৈধ অধিকার ব্যবহার করি।—প্রেরিত ২৫:১১
আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় সম্মান দেখাই।—প্রেরিত ২৬:২, ৩
উপযুক্ত বলে মনে হলে, সুসমাচার যেভাবে আমাদের ও অন্যদের উপকার করেছে, সেই বিষয়ে আমরা ব্যাখ্যা করি।—প্রেরিত ২৬:১১-২০