ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৩৬-৩৭
যোষেফ ঈর্ষার শিকার হন
৩৭:৩-৯, ১১, ২৩, ২৪, ২৮
যোষেফের অভিজ্ঞতা ঈর্ষার ক্ষতিকর পরিণতি সম্বন্ধে তুলে ধরে। আমাদের মন থেকে ঈর্ষার মনোভাব উপড়ে ফেলা উচিত। এটা করা কেন গুরুত্বপূর্ণ? এখানে কিছু শাস্ত্রপদ এবং কারণ দেওয়া রয়েছে। আপনি কি বলতে পারেন যে, কোন শাস্ত্রপদে কোন কারণ দেওয়া রয়েছে?
শাস্ত্রপদ
কারণ
ঈর্ষান্বিত লোকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না
ঈর্ষা মণ্ডলীর শান্তি ও একতাকে বিঘ্নিত করে
ঈর্ষা আমাদের শারীরিকভাবে ক্ষতি করে
ঈর্ষা আমাদের অন্যদের মধ্যে ভালো বিষয় দেখতে বাধা দেয়
কোন কোন পরিস্থিতির কারণে আমরা হয়তো ঈর্ষান্বিত হয়ে পড়তে পারি?