ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ১৫-১৬
গান গাওয়ার মাধ্যমে যিহোবার প্রশংসা করুন
১৫:১, ২, ১১, ১৮, ২০, ২১
যন্ত্রসংগীত আমাদের মন ও শরীরের উপর উত্তম প্রভাব ফেলতে পারে। গান গাওয়া হল যিহোবার উপাসনার এক গুরুত্বপূর্ণ অংশ।
মোশি ও ইস্রায়েলীয়রা সূফসাগর পার হওয়ার পর গান গাওয়ার মাধ্যমে যিহোবার প্রশংসা করে
রাজা দায়ূদ ৪,০০০ লোককে মন্দিরে সংগীতশিল্পী ও গায়ক হিসেবে সেবা করার জন্য নিযুক্ত করেন
যিশু মারা যাওয়ার আগের রাতে তাঁর বিশ্বস্ত প্রেরিতদের সঙ্গে যিহোবার প্রশংসায় গান করেন
কোন কোন সুযোগে আমি যিহোবার প্রশংসায় গান গাইতে পারি?