আগস্ট ১০-১৬
যাত্রাপুস্তক ১৫-১৬
গান ১৩২ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“গান গাওয়ার মাধ্যমে যিহোবার প্রশংসা করুন”: (১০ মিনিট)
যাত্রা ১৫:১, ২—মোশি ও ইস্রায়েলের লোকেরা যিহোবার প্রশংসায় গান গায় (প্রহরীদুর্গ ৯৫ ১০/১৫ ১১ অনু. ১১)
যাত্রা ১৫:১১, ১৮—যিহোবা আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য (প্রহরীদুর্গ ৯৫ ১০/১৫ ১১-১২ অনু. ১৫-১৬)
যাত্রা ১৫:২০, ২১—মরিয়ম ও ইস্রায়েলের স্ত্রীলোকেরা যিহোবার প্রশংসায় গান গায় (অন্তর্দৃষ্টি-২ ৪৫৪ অনু. ১; অন্তর্দৃষ্টি-২ ৬৯৮, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)
যাত্রা ১৬:১৩—সম্ভবত কোন কারণে যিহোবা প্রান্তরে ইস্রায়েলীয়দের খাওয়ার জন্য ভারুই পাখি জুগিয়েছিলেন? (প্রহরীদুর্গ ১১ ৯/১ ১৪, ইংরেজি)
যাত্রা ১৬:৩২-৩৪—মান্নার পাত্র কোথায় রাখা হত? (প্রহরীদুর্গ ০৬ ১/১৫ ৩১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যাত্রা ১৬:১-১৮ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৪ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান আর এরপর শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কীভাবে বোন লিন্ডা কৌশলতার সঙ্গে প্রশ্ন ব্যবহার করলেন? আর কীভাবে তিনি শাস্ত্রপদের প্রয়োগ স্পষ্ট করলেন?
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে একটা প্রকাশনা অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
প্রথম সাক্ষাৎ: (৫ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন (দেখানোর প্রয়োজন নেই) ও আলোচনা করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৯)
খ্রিস্টীয় জীবনযাপন
“অগ্রগামী হিসেবে যিহোবার প্রশংসা করুন”: (১৫ মিনিট) আলোচনা। মঙ্গোলিয়ায় তিন জন বোন শিরোনামের ভিডিওটা দেখান। এমন একজন ভাই বা বোনের সাক্ষাৎকার নিন, যিনি অগ্রগামী হিসেবে সেবা করছেন অথবা যিনি অতীতে অগ্রগামী হিসেবে সেবা করেছেন। এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: অগ্রগামী হিসেবে সেবা করার সময় আপনি কোন কোন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিলেন? আর আপনি কোন কোন আশীর্বাদ লাভ করেছেন?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৯১, ৯২
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
গান ৫৪ এবং প্রার্থনা