খ্রিস্টীয় জীবনযাপন
‘কখনো উদ্বিগ্ন হোয়ো না’
প্রাচীন ইজরায়েলে দরিদ্রদের যিহোবা সাহায্য করতেন। আজকে কোন কোন উপায়ে যিহোবা তাঁর অভাবী দাসদের সাহায্য করেন?
তিনি তাদের টাকাপয়সার প্রতি এক সঠিক মনোভাব গড়ে তুলতে শিক্ষা দেন।—লূক ১২:১৫; ১তীম ৬:৬-৮
তিনি তাদের আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করেন।—ইয়োব ৩৪:১৯
তিনি তাদের পরিশ্রম করতে এবং ক্ষতিকর অভ্যাসগুলো এড়িয়ে চলতে শিক্ষা দেন।—হিতো ১৪:২৩; ২০:১; ২করি ৭:১
তিনি তাদের প্রেমময় খ্রিস্টান ভাই-বোনদের দিয়েছেন।—যোহন ১৩:৩৫; ১যোহন ৩:১৭, ১৮
তিনি তাদের প্রত্যাশা দিয়েছেন।—গীত ৯:১৮; যিশা ৬৫:২১-২৩
আমাদের পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। (যিশা ৩০:১৫) আমরা যদি সবসময় ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দিই, তা হলে যিহোবা আমাদের অন্যান্য প্রয়োজন মেটাবেন।—মথি ৬:৩১-৩৩.
প্রেম কখনো শেষ হয় না . . . দরিদ্রতা সত্ত্বেও—কঙ্গো শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
আঞ্চলিক সম্মেলনের কাছাকাছি স্থানে বাস করে এমন ভাই-বোনেরা সেই ব্যক্তিদের প্রতি কীভাবে আতিথেয়তা দেখায়, যাদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য দূর থেকে আসতে হয়?
এই ভিডিও দরিদ্র ব্যক্তিদের প্রতি যিহোবার প্রেম সম্বন্ধে কী শিক্ষা দেয়?
আমাদের যতটুকুই থাকুক না কেন, কীভাবে আমরা যিহোবাকে অনুকরণ করতে পারি?