ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w22 ফেব্রুয়ারি পৃষ্ঠা ৩১
  • আপনি কি জানতেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি জানতেন?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তিনি আমাদের সীমাবদ্ধতাগুলোর প্রতি বিবেচনা দেখান
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি জানতেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • প্রচরণশীলতার রহস্যের অনুসন্ধান করা
    ১৯৯৫ সচেতন থাক!
  • ঈশ্বরকে খুশি করে এমন বলিগুলো উৎসর্গ করা
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
w22 ফেব্রুয়ারি পৃষ্ঠা ৩১

আপনি কি জানতেন?

কেন যিহোবা বলেছিলেন যে, ইজরায়েলীয়েরা ঘুঘু ও পায়রার মধ্যে যেকোনো একটা বলি হিসেবে উৎসর্গ করতে পারে?

মোশির ব্যবস্থায় ঘুঘু ও কপোত বা পায়রার উল্লেখ সবসময় একসঙ্গে করা হয়েছে। ইজরায়েলীয়দের বলা হয়েছিল যে, তারা এই দুই পাখির মধ্যে যেকোনো একটা বলি হিসেবে উৎসর্গ করতে পারে। (লেবীয়. ১:১৪; ১২:৮; ১৪:৩০) কেন এটা এক ভালো ব্যবস্থা ছিল? এর একটা কারণ হল, ঘুঘু সবসময় পাওয়া যেত না। কেন?

ঘুঘু

ঘুঘু হল এক ধরনের পরিযায়ী পাখি। এরা শুধু গ্রীষ্ম কালে ইজরায়েলে থাকে। আর প্রতি বছর, অক্টোবর মাসে এরা অন্যান্য গরমের দেশে চলে যায় এবং পরে বসন্ত কালে আবার ফিরে আসে। (পরম. ২:১১, ১২; যির. ৮:৭) এই কারণে, ইজরায়েলীয়দের জন্য শীত কালে বলি হিসেবে ঘুঘু উৎসর্গ করা কঠিন ছিল।

পায়রা

তবে, পায়রা পরিযায়ী পাখি নয়। তাই, সারা বছর ধরে ইজরায়েলে পায়রা পাওয়া যেত। শুধু তা-ই নয়, লোকেরা এদের বাড়িতে পুষত। (তুলনা করুন, যোহন ২:১৪, ১৬.) বাইবেলে বলা গাছপালা ও পশুপাখি (ইংরেজি) বইয়ে লেখা আছে: “প্যালেস্টাইনের সমস্ত গ্রামে ও নগরে লোকেরা পায়রা ষত। সেই লোকেরা বাড়ির দেওয়ালে ফুটো করে এদের থাকার জন্য খোপ তৈরি করত।”—তুলনা করুন, যিশাইয় ৬০:৮.

একটা খোপে পায়রা বসে আছে

যিহোবা ইজরায়েলীয়দের এই অনুমতি দিয়েছিলেন, তারা সেই সমস্ত পাখিদের বলি হিসেবে উৎসর্গ করতে পারে, যাদের সারা বছর ইজরায়েলে পাওয়া যায়। এভাবে, যিহোবা দেখিয়েছিলেন, তিনি একজন প্রেমময় ও যুক্তিবাদী ঈশ্বর।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার