ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w24 এপ্রিল পৃষ্ঠা ৩১
  • আপনি কি জানতেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি জানতেন?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ইত্তয়ের আনুগত্য অনুকরণ করুন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও”
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • জীবনের পরিবর্তনগুলোর সঙ্গে মোকাবিলা করার সময় ঈশ্বরের আত্মার ওপর নির্ভর করুন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা—বাইবেলের সময়ে “নিস্তারকর্ত্তা”
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
w24 এপ্রিল পৃষ্ঠা ৩১

আপনি কি জানতেন?

কেন রাজা দায়ূদ তার সেনাবাহিনীতে কিছু বিদেশি সৈন্য রেখেছিলেন?

রাজা দায়ূদের সেনাবাহিনীতে কিছু সৈন্য অন্য জাতি থেকে এসেছিল, যেমন অম্মোনীয় সেলক, হিত্তীয় ঊরিয় এবং মোয়াবীয় যিৎমা।a (১ বংশা. ১১:৩৯, ৪১, ৪৬) দায়ূদের সেনাবাহিনীতে ‘করেথীয় ও পলেথীয় লোক এবং গাতের পুরুষেরাও’ ছিল। (২ শমূ. ১৫:১৮, NW) গাতের লোকেরা আসলে পলেষ্টীয় ছিল আর এমনটা মনে করা হয় যে, করেথীয় ও পলেথীয়দের সঙ্গে পলেষ্টীয়দের ভালো সম্পর্ক ছিল।—যিহি. ২৫:১৬; যিহো. ১৩:২, ৩; ১ শমূ. ৬:১৭, ১৮.

কেন দায়ূদ তার সেনাবাহিনীতে এই বিদেশিদের রেখেছিলেন? কারণ তারা তার প্রতি বিশ্বস্ত ছিল এবং সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হল, তারা যিহোবার প্রতি বিশ্বস্ত ছিল। করেথীয় ও পলেথীয়দের বিষয়ে বাইবেলের একটা ডিকশনারিতে লেখা আছে, “দায়ূদের শাসনের সবচেয়ে কঠিন সময়ে এই লোকেরা তাকে পুরোপুরিভাবে সমর্থন করেছিল।” কীভাবে তারা দায়ূদের প্রতি বিশ্বস্ত ছিল? একবার ‘শিবা নামে একজন পুরুষ, যিনি খুব সমস্যা সৃষ্টি করতেন,’ তিনি দায়ূদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেইসময় “ইজরায়েলের সমস্ত লোক” দায়ূদকে ছেড়ে শিবাকে অনুসরণ করতে শুরু করেছিল। কিন্তু, করেথীয় ও পলেথীয়েরা দায়ূদকে ছেড়ে চলে যায়নি এবং “শিবার করা বিদ্রোহকে” শেষ করতে তারা দায়ূদকে সাহায্য করেছিল। (২ শমূ. ২০:১, ২, ৭, NW) আরেকটা পরিস্থিতিতে তারা দেখিয়েছিল, তারা দায়ূদের প্রতি বিশ্বস্ত। একবার রাজা দায়ূদের ছেলে আদোনিয় তার বাবার রাজসিংহাসন কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তখন করেথীয় ও পলেথীয়েরা শলোমনকে রাজা হিসেবে নিযুক্ত করার জন্য দায়ূদকে সাহায্য করেছিল, যাকে যিহোবা পরবর্তী রাজা হিসেবে নিযুক্ত করেছিলেন।—১ রাজা. ১:২৪-২৭, ৩৮, ৩৯.

আরেকজন বিদেশিও দায়ূদের প্রতি খুবই বিশ্বস্ত ছিলেন। তিনি ছিলেন ইত্তয়, যিনি গাৎ নগরে থাকতেন। একবার দায়ূদের ছেলে অবশালোম তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন আর ইজরায়েলের লোকদের ফুসলিয়ে তাদের মন জয় করার চেষ্টা করেছিলেন। তখন ইত্তয় এবং ৬০০ জন সৈন্য দায়ূদকে সমর্থন করেছিল এবং তার হয়ে যুদ্ধ করতে চেয়েছিল। কিন্তু দায়ূদ ইত্তয়কে বলেছিলেন, যেহেতু তিনি একজন বিদেশি, তাই তাকে তার হয়ে যুদ্ধ করতে হবে না। কিন্তু, তিনি দায়ূদের কথা শোনেননি। তিনি দায়ূদকে বলেছিলেন, “আমি জীবন্ত ঈশ্বর যিহোবার নামে এবং আমার প্রভু মহারাজের জীবনের দিব্য করে বলছি, আমার প্রভু মহারাজ যেখানেই যান না কেন, আপনার এই সেবকও সেখানে যাবে আর এরজন্য যদি আমাকে মরতেও হয়, মরব!”—২ শমূ. ১৫:৬, ১৮-২১, NW.

ইত্তয় এবং রাজা দায়ূদ আনন্দের সঙ্গে কথা বলছেন।

ইত্তয় দায়ূদের প্রতি বিশ্বস্ত ছিলেন, যাকে যিহোবা রাজা হিসেবে নিযুক্ত করেছিলেন

আসলে করেথীয়, পলেথীয় এবং গাতের লোকেরা বিদেশি ছিল। কিন্তু, তারা বিশ্বাস করত, যিহোবাই হলেন সত্য ঈশ্বর এবং তিনি দায়ূদকে রাজা হিসেবে নিযুক্ত করেছেন। এই বিশ্বস্ত লোকেরা দায়ূদকে অনেক সাহায্য করেছিল এবং এটা দেখে দায়ূদ খুব খুশি হয়েছিলেন!

a দ্বিতীয় বিবরণ ২৩:৩-৬ পদে যিহোবা যে-আইন দিয়েছিলেন, সেই অনুসারে অম্মোনীয় ও মোয়াবীয়েরা ইজরায়েলের মণ্ডলীর অংশ অর্থাৎ আইনতভাবে ইজরায়েল জাতির অংশ হতে পারত না। কিন্তু, এই আইনে ঈশ্বরের লোকদের সঙ্গে মেলামেশা করার এবং তাদের সঙ্গে থাকার বিষয়ে এই বিদেশিদের কোনো বিধি-নিষেধ ছিল না।—শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি, খণ্ড ১, পৃষ্ঠা ৯৫ দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার