বিশ্ব নিরীক্ষা
নিরাপদ অস্ত্র
দ্যা ওয়াল স্ট্রীট জার্নাল অনুযায়ী, মারাত্মক নয় এমন অস্ত্র যুদ্ধে ব্যবহারের সম্ভাবনা সম্বন্ধে যুক্তরাষ্ট্র সরকার বিবেচনা করছে। আধুনিক প্রযুক্তিবিদ্যা ভবিষ্যতের সৈনিকদের ইলেক্ট্রো-ম্যাগ্নেটিক পালস্ জেনারেটর ব্যবহার করতে ক্ষমতা দিতে পারে, যা মানুষের প্রাণহানি না করে শত্রুপক্ষের রাডার, টেলিফোন, কম্পিউটার এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি অকেজো করে দিতে পারে। “‘কম্বাস্চান্ ইন্হিবিটর’ যা চলমান গাড়ির ইঞ্জিন থামিয়ে দেয় এবং কিছু রাসায়নিক পদার্থ যা কয়েক ধরনের টায়ারকে ভঙ্গুর করে ধ্বংস করে দেয়, এই বিষয়েও গবেষণাগারে কাজ চলছে” বলে সেই জার্নাল জানিয়েছে। কিন্তু, এই অস্ত্রশস্ত্রের মধ্যে কয়েকটি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। জার্নাল আরও বলে যে “শক্তিশালী লেসারের সাহায্যে শত্রুপক্ষের ট্যাঙ্কের দর্শনব্যবস্থা ধ্বংস করা যেতে পারে কিন্তু একজন সৈনিকের চোখের মণিরও বিস্ফোরণ ঘটাতে পারে। ইউ.এস. স্পেশাল ফোর্সের দ্বারা পরীক্ষারত বহনযোগ্য মাইক্রোওয়েভ্ অস্ত্র নিঃশব্দে শত্রুদের যোগাযোগ-ব্যবস্থা বিচ্ছিন্ন করতে পারে, আবার মানুষের শরীরের ভিতরের অঙ্গগুলিও গরমে জালিয়ে দিতে পারে।” (g93 6/8)
ত্বকচ্ছেদ এবং এইডস্
এইডস্-এর মত যৌন রোগ প্রতিরোধ করার জন্য, দেখা গেছে যে পুরুষদের ক্ষেত্রে ত্বকচ্ছেদ করার ব্যবস্থা সুবিধাজনক, ফরাসী পত্রিকা লা রেভিউ ফ্রানসেইস্ দেউ লাবরাতোয়ার জানায়। সেই পত্রিকায় তিনটি বিভিন্ন পরীক্ষা সম্বন্ধে উল্লেখ করা হয়েছে যেখান থেকে দেখা গেছে যে ত্বকচ্ছেদ (লিঙ্গত্বক কেটে দেওয়া) এইডস্ ছড়িয়ে পড়াকে বাধা দেয়। গবেষণাগারে বাঁদরদের উপর পরীক্ষা দেখিয়েছে যে এইডস্ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এমন কোষ পুরুষদের লিঙ্গত্বকে আরো অধিক সংখ্যক আছে। আরও, আফ্রিকার ১৪০টি বিভিন্ন এলাকায় করা একটি ক্যানাডিয়ান্ পরীক্ষা থেকে জানা গেছে যে এইডস্ হওয়ার সম্ভাবনা, যারা ত্বকচ্ছেদ করে না তাদের মধ্যে আরও বেশি। আরেকটি পরীক্ষায় দেখা যায় যে আমেরিকায় ত্বকচ্ছেদপ্রাপ্ত বহুকামী পুরুষদের মধ্যে এইডস্-এর ঘটনা কম পাওয়া গেছে। (g93 6/8)
অশিক্ষিত ছেলেমেয়ে
বলিভিয়াতে হাজার হাজার ছেলেমেয়ে উপযুক্ত শিক্ষা পাচ্ছে না। বলিভিয়ার সংবাদপত্র প্রেজেন্সিয়া অনুযায়ী, ১৯৯২ সালে একটি পরিসংখ্যান দেখায় যে বলিভিয়াতে ২২,৬৮,৬০৫ জন স্কুলে যাওয়ার বয়সের ছেলেমেয়ে ছিল। কিন্তু মিনিস্ট্রি অফ্ এজুকেশনের রেকর্ড থেকে দেখা গেছে যে সেই একই সময়ে মাত্র ১৬,৬৮,৭৯১ ছেলেমেয়ে বিভিন্ন স্কুলে ভর্তি ছিল। অর্থাৎ ৬,০০,০০০ ছেলেমেয়ে সঠিক শিক্ষা পায়নি। পেজেন্সিয়া আরও জানায় যে যারা স্কুলে ভর্তি হতে পেরেছিল তাদের মধ্যে ১,০২,৬৫২ জন সেই বছরেই স্কুল ছেড়ে দিয়েছিল। (g93 6/8)
শিশুরা এবং বোতলে দুধ খাওয়ানো
জাপানে, প্রায় ২৫ শতাংশ শিশুর খাওয়া নিয়ে সমস্যা আছে। এর কারণ হয়ত বোতলে দুধ খাওয়া হতে পারে। আসাহি ইভ্নিং নিউজ্ জানায় যে প্রায় ২০ বছর ধরে নার্সারি স্কুলের শিক্ষিকারা লক্ষ্য করেছেন যে কিছু শিশুদের পক্ষে শক্ত খাবার চিবিয়ে খাওয়া অসুবিধাজনক। কিছু শিশুর তা গিলতে অসুবিধা হয়, অন্যেরা মুখ থেকে বের করে দেয়, আরো অন্যান্যেরা দুপুরে ঘুমিয়ে ওঠার পরেও সেই খাবার মুখে রেখে দেয়। ডাক্তারেরা লক্ষ্য করেছেন যে এই শিশুদের চোয়াল দুর্বল এবং থুতনি ছোট হয়। দন্ত-চিকিৎসক নাওহিকো ইনোউয়ে এবং জন-স্বাস্থ্য বিশেষজ্ঞ রেকো সাকাশিটা দাবি করেন যে এর কারণ শুরু হয়েছে শৈশবাবস্থা থেকে এবং বোতলে দুধ খাওয়ানোকে দোষ দেন। মনে হয় যে বোতলে দুধ খাওয়ার জন্য, শিশুরা তাদের চোয়াল না নাড়িয়ে শুধু চোষে। কিন্তু যখন তারা মায়ের দুধ খায়, তখন চোয়ালও খুব ভালভাবে ব্যবহার করে এবং ভবিষ্যতে কঠিন খাবার খাওয়ার জন্য যে পেশীগুলি ব্যবহার করবে সেগুলিকে শক্তিশালী করে তোলে। (g93 5/22)
মেহোগনি গাছের সঙ্কট
ব্রাজিলের আ্যমাজন্ জঙ্গলের আড়াই লক্ষ ইন্ডিয়ান্রা তাদের পরম্পরাগত বাসস্থান হারাবার আশঙ্কায় রয়েছে। সরকারী দপ্তরের পরিচালকের কথা অনুযায়ী, ইন্ডিয়ান্দের জন্য “সবচেয়ে বড় বিপদ” আসছে মেহগনি গাছের ব্যবসা থেকে। অনুমতি ছাড়াই মেহগনি গাছ কেটে ফেলার জন্য দক্ষিণ পারা জেলায় ৩,০০০ কিলোমিটার বেআইনি রাস্তা তৈরি হয়েছে, লন্ডনের দ্যা গার্ডিয়ান জানায়। প্রত্যেকটি মেহগনি গাছ কাটার সঙ্গে সঙ্গে প্রায় কুড়িটি অন্য জাতের গাছ ক্ষতিগ্রস্ত হয়। লোভী ব্যবসায়ীরা যত গাছ কেটে ফেলে, তত বেশি লোক থাকার জন্য এবং সোনার খোঁজে আসে, এমনকি কাঠ কাটার কারখানাও গড়ে ওঠে। এইভাবে চলতে থাকলে, মাত্র ৩২ বছরের সংস্থান নিয়ে, ইন্ডিয়ান্দের মত মেহগনি গাছেরও ভবিষ্যৎ অনিশ্চিত। (g93 6/8)
বিষাক্ত আবর্জনা রপ্তানি
আবর্জনা পরিশোধন করার উচ্চ মূল্যের জন্য, “ধনী দেশগুলি বিষাক্ত আবর্জনা দরিদ্র দেশগুলিতে রপ্তানি করে,” ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অফ্ এন্ভয়ার্নমেন্টাল আ্যন্ড রিনিউয়েবল্ ন্যাচেরাল রিসোর্সেস্-এর সেবাস্তিয়াও পিন্য়েরো বলেছেন। ভেজা পত্রিকায় যেমন বলা হয়েছে, একটি পরীক্ষা দেখায় যে “বছরে প্রায় ১০ লক্ষ টন্ বিপজ্জনক আবর্জনা তৃতীয় বিশ্বের দেশগুলিতে রপ্তানি করা হয়।” আম্দানি করা বিষাক্ত আবর্জনা নিয়ে কী করা হয়? নতুন বৈদ্যুতিক শক্তিকেন্দ্রগুলিতে জ্বালানি হিসাবে তা ব্যবহার করা যেতে পারে। “উন্নতিশীল দেশগুলি এই ব্যবস্থার পিছনে যুক্তি দেখায় যে সেখানে যে কোন ভাবেই হোক লোকেদের জন্য কাজের সৃষ্টি করতে হবে,” একটি ব্রাজিলীয় পরিবেশরক্ষণ সংস্থার উপদেষ্টা বলেছেন। তবুও, বিশ্বব্যাপী এই ব্যবস্থা সম্বন্ধে প্রশ্ন উঠছে। লন্ডনের ফাইন্যান্শিয়াল টাইমস্ জিজ্ঞাসা করেছে: “মানুষের জীবনের মূল্য যেখানে কম, সেই হিসাব করে কি কারখানা গড়ে তুলবার জায়গা সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া উচিৎ?” ভেজা ঠাট্টাপূর্বক আরও বলে: “মনে হয় যে এর উত্তর হল হ্যাঁ।” (g93 6/8)
মধু—এক আরোগ্যকারী বস্তু
প্রাচীনকাল থেকে মৌমাছিদের মধুকে এর আরোগ্য-ক্ষমতার জন্য ব্যবহার করা হয়েছে। একটি ফরাসী পত্রিকা লা প্রেস্ মেডিকাল, জানায় যে আধুনিক চিকিৎসা-বিজ্ঞান আবার নতুন করে মধুর আরোগ্য-ক্ষমতাকে আবিষ্কার করছে। সম্প্রতি একটি পরীক্ষায়, ডাক্তারেরা পুড়ে যাওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের দৈহিক ক্ষতের শুশ্রুষা করতে বিশুদ্ধ প্রাকৃতিক মধু ব্যবহার করেছেন। ক্ষতের উপর সরাসরি মধু লাগিয়ে শুকনো জীবাণুমুক্ত ব্যান্ডেজ্ দিয়ে তা ঢেকে দেওয়া হয়। প্রত্যেক ২৪ ঘন্টা পর পর, এই ব্যান্ডেজ্ বদলে দেওয়া হয়। এর ফলে দেখা যায় যে ক্ষত পরিষ্কার করতে এবং সারিয়ে তুলতে মধু অত্যন্ত কার্যকর। মধু অধিকাংশ জীবাণু ধ্বংস করে ফেলে এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। লা প্রেস্ মেডিকাল এই উপসংহারে আসে: “সহজ এবং কম-দামি উপায় হিসাবে, মধুর ভূমিকা আরও ভালভাবে জানা উচিৎ এবং আ্যন্টিসেপ্টিক বস্তুর তালিকায় মধুকেও যোগ করা উচিৎ।” (g93 5/22)
নিষ্ক্রিয় মস্তিষ্কে মরচে পড়ে
বহুদিন ধরে নিষ্ক্রিয়তা কি মস্তিষ্কের পক্ষে উপকারী? অবশ্যই না, জার্মানির ডুসেল্ডর্ফে, মেডিকাল ট্রেড্ ফেয়ারে অধ্যাপক বারণ্ট্ ফিশার বলেছেন। তার পরীক্ষা ইঙ্গিত করে যে “গবেষণা করে দেখা গেছে যে মাত্র কয়েক ঘন্টা কোন চিন্তা-উদ্দীপক বস্তুর সম্পূর্ণ অভাবে যে কোন মানুষের চিন্তাশক্তি বেশ কিছুটা কমে আসে,” ডের স্টাইজারভাল্ট্·বোটে সংবাদপত্র জানায়। যাদের কাছে ছুটির অর্থ হল নিষ্ক্রিয় কার্যহীনতা উপভোগ করা, প্রফেসর তাদের আবার চিন্তা করে দেখতে বলেছেন। “নিষ্ক্রিয় পেশীর মত,” সেই সংবাদপত্রে জানানো হয় যে, “কোন কোন পরিস্থিতিতে, বেশ কিছু দিন নিষ্ক্রিয়ভাবে ছুটির পর, আগেকার স্বাভাবিক ক্ষমতায় ফিরে আসতে মস্তিষ্কের প্রায় তিন সপ্তাহ সময় লেগেছে।” ছুটির সময়ে খেলাধুলা করলে অথবা কোন আগ্রহজনক বিষয়ে পড়াশোনা করলে, তা মস্তিষ্কে মরচে পড়ায় বাধা দেয় বলে জানা গেছে। (g93 6/8)
সামুদ্রিক কচ্ছপদের সমস্যা
যদিও সামুদ্রিক কচ্ছপদের বাসস্থান হল জল, কিন্তু ডাঙায় তারা ডিম পাড়ে। পৃথিবীর মহাসাগরগুলিতে বহুদূর ভ্রমণ করার পর, সামুদ্রিক কচ্ছপেরা একটি নির্দিষ্ট তীরে ফিরে আসে বংশবৃদ্ধি করার জন্য। সমুদ্রের জলে পুরুষ সঙ্গীর সাথে মিলনের পর, মাদী কচ্ছপটি আস্তে আস্তে তীরে উঠে আসে—হয়ত যে তীরে সেটি নিজেও জন্মেছিল—এবং সতর্কভাবে একটি জায়গা বেছে নিয়ে ডিম পাড়ে। কয়েকদিন ধরে এইরকম চলতে থাকে, যতক্ষণ না সমস্ত ডিমগুলি—সাধারণত এক হাজার—পাড়া হয়ে যায় এবং বেশ কষ্ট করে সেগুলিকে ঢেকে দেওয়া হয়। কিন্তু তারপর দেখা দেয় সমস্যা। সাউথ আফ্রিকার জার্নাল প্রিজ্মা এই সমস্যাকে এইভাবে বর্ণনা করেছে, মানুষের “অভাবনীয় লোভ এবং পরিবেশের প্রতি সম্পূর্ণ উদাসীনতার জন্য, পরিকল্পনা করে বাসা থেকে ডিমগুলি তুলে নেওয়া” যে জন্য “এই কচ্ছপদের বংশবৃদ্ধির ব্যবস্থায় গুরুতর ব্যাঘাত ঘটেছে।” কিছু কিছু প্রজাতি এখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে। (g93 5/22)
টিভিকে নিয়ন্ত্রণ করা?
“ছোটরা যত কম টিভি দেখে ততই ভাল, বিশেষত মারামারির দৃশ্য,” দ্যা জার্নাল অফ দ্যা আ্যমেরিকান মেডিকাল আ্যসোসিয়েশন পত্রিকায় প্রকাশিত একটি পরীক্ষায় আ্যমেরিকান আ্যকাডেমি অফ পিডিয়াট্রিকস্ থেকে বলা হয়েছে। সেই প্রবন্ধে জানানো হয়েছে যে “এমনকি ১৪-মাসের ছোট শিশুরাও টিভিতে কোন ঘটনা দেখে তা অনুকরণ করার চেষ্টা করতে পারে।” তারা যা দেখে তার অধিকাংশই হিংস্র এবং হিংসাত্মক ধরনের আচরণ। পিতামাতারা যাতে তাদের অধিকার আবার প্রয়োগ করতে পারেন সেইজন্য, সেই রিপোর্টে আধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে তৈরি একটি ইলেক্ট্রনিক টাইম-চ্যানেল লক্ টিভিতে ব্যবহার করতে উপদেশ দেওয়া হয়েছে, যাতে অনুষ্ঠান, চ্যানেল এবং সময় আগে থেকে নির্ধারণ করে দেওয়া যায়। এইভাবে, পিতামাতারা যখন বাড়িতে থাকেন না, তখনও তাদের ছেলেমেয়েরা টিভিতে কী দেখছে এবং কখন তা দেখছে সেই বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। (g93 5/22)
আপনার হাত পরিষ্কার রাখুন!
যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রগতি রোগব্যাধি কম করতে অনেক কিছু করেছে, কিন্তু বৈজ্ঞানিকেরা বলেন যে সাধারণ সাবান এবং জল দিয়ে হাত ধোয়া হল সংক্রামক রোগ ছড়িয়ে পড়া রোধ করার জন্য এখনও সবচেয়ে কার্যকারী উপায়গুলির মধ্যে একটি। ফরাসী সংবাদপত্র লে ফিগারো রিপোর্ট করে যে সম্প্রতি ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস্ এবং সুইজারল্যান্ডে স্বাস্থ্যকর অভ্যাস সম্বন্ধে একটি পরীক্ষায়, গবেষকেরা মিস্ত্রী এবং পরিষ্কার করবার লোক হিসাবে হোটেল, রেস্টুরেন্ট, অফিস, স্কুল এবং কারখানার শৌচাগারগুলিতে লক্ষ্য রেখেছিলেন। তারা দেখেছেন যে শৌচাগার ব্যবহার করার পর, ৪ জনের মধ্যে ১ জন হাত ধোয় না এবং যারা ধোয় তাদের মধ্যে এক চতুর্থাংশ সাবান ব্যবহার করে না। বৈজ্ঞানিকেরা বলেন যে এখনও মানুষের হাত হল রোগ ছড়িয়ে পড়ার সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি। (g93 6/8)
জ্যোতির্বিদদের আশা
ইউ.এস. ন্যাশনাল এরোনটিকস্ আ্যন্ড স্পেস্ আ্যড্মিনিস্ট্রেশন্ দ্বারা আয়োজিত একটি দশ বছর-ব্যাপী প্রকল্পে, জ্যোতির্বিদরা ১০ কোটি ডলার ব্যয় করবেন অন্য গ্রহের বুদ্ধিমান প্রাণীদের দ্বারা প্রচারিত রেডিও সঙ্কেত আবিষ্কার করার চেষ্টায়। ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন অনুযায়ী, তাদের পরিকল্পনা হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া, পুয়েরতো রিকো এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত রেডিও টেলিস্কোপে, একসঙ্গে লক্ষ লক্ষ মাইক্রোওয়েভ্ চ্যানেলের প্রতি লক্ষ্য রাখা। কিছু বৈজ্ঞানিক শীঘ্রই সাফল্য লাভের আশা করলেও, অন্যেরা উল্লেখ করেছেন যে ১৯৬০ সাল থেকে যে ৫০ বার প্রচেষ্টা করা হয়েছে তাতে কোন ফল পাওয়া যায়নি। (g93 5/22)