ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৫ ৭/৮ পৃষ্ঠা ৩০-৩১
  • সে অনেকের জীবন স্পর্শ করেছিল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সে অনেকের জীবন স্পর্শ করেছিল
  • ১৯৯৫ সচেতন থাক!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরকে সেবা করতে যুবক-যুবতীদের উৎসাহ দেওয়া হয়েছে
  • প্রাপ্তবয়স্কেরাও উৎসাহিত হয়েছে
  • ঈশ্বর আলাস্কায় বৃদ্ধি দান করেন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কখন তারা তা পড়ে এবং কিভাবে তারা উপকৃত হয়
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ সচেতন থাক!
g৯৫ ৭/৮ পৃষ্ঠা ৩০-৩১

সে অনেকের জীবন স্পর্শ করেছিল

নভেম্বর ১৯, ১৯৯৪ সালে, ক্যাথি রবার্সনের বলতে গেলে হঠাৎ করে ২৬ বছর বয়সে মৃত্যু হয়। যে সপ্তাহে তার মৃত্যু হয় সেই সপ্তাহ পর্যন্ত সে বিশ্বস্ততার সাথে খ্রীষ্টীয় সভাগুলিতে যোগদান করেছিল। নয় বছর বয়স থেকে ক্যানসারের সাথে তার লড়াই করার অভিজ্ঞতাটি আগস্ট ২২, ১৯৯৪ সালের সচেতন থাক! (ইংরাজি) পত্রিকায় “যখন জীবন সহজ নয়” নামক প্রবন্ধটিতে লিপিবদ্ধ করা হয়েছে। সেই প্রবন্ধটি পড়ার পর পৃথিবীর সমস্ত জায়গা থেকে অনেকে চিঠি লিখে জানিয়েছে যে কিভাবে ক্যাথির সাহসের উদাহরণ তাদের গভীরভাবে স্পর্শ করেছে।

ঈশ্বরকে সেবা করতে যুবক-যুবতীদের উৎসাহ দেওয়া হয়েছে

স্পেন থেকে লয়ডা লেখে: “আমার বয়স ১৬ বছর, আর আমি যখন ক্যাথি যেভাবে সহ্য করেছে সেই অভিজ্ঞতাটি পড়ি তখন আমি কেঁদে ফেলেছিলাম। আমি মৃত্যুকে ভীষণ ভয় পেতাম, কিন্তু এই প্রবন্ধটির জন্য ধন্যবাদ, আমি উপলব্ধি করতে পেরেছি যেমন সে বলেছিল, ‘আমরা এখন বেঁচে থাকি বা মরে যাই সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমরা যিহোবা ঈশ্বরের আশীর্বাদ অর্জন করতে পেরেছি কি না যিনি আমাদের অনন্ত জীবন দিতে পারেন।’”

জাপান থেকে মারি লেখে: “যেহেতু আমার বয়স ক্যাথিরই মত এবং আমি সেই একই দিনে বাপ্তাইজিত হই, তাই তার এই অভিজ্ঞতাটি পড়া যেন আমার কাছে ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আসা একটি উৎসাহমূলক চিঠি পড়ার মত। তার আশা ছিল যে তার এই অভিজ্ঞতা অনেককে প্ররোচিত করবে তাদের স্বাস্থ্যকে বৃথা অনুধাবনগুলিতে ব্যবহার না করে বিজ্ঞতার সাথে যিহোবার পরিচর্যায় ব্যবহার করতে, আর এটা আমার হৃদয়কে উত্তপ্ত করে তুলেছিল, যেহেতু আমি সবেমাত্র নিয়মিত অগ্রগামীর কাজ [পূর্ণ-সময় পরিচর্যা] শুরু করতে চলেছি।”

ইটালি থেকে নোইমি এই বলে একই রকমভাবে লেখে যে ক্যাথির যে ইচ্ছা, যুবকেরা যেন তাদের স্বাস্থ্যকে বৃথা অনুধাবনগুলিতে ব্যবহার না করে কিন্তু বিজ্ঞতার সাথে যিহো­বার পরিচর্যায় ব্যবহার করে “এটা হাজার হাজার যুবক-যুবতীদের, এমনকি আমাকেও উৎসাহ দেবে।” নোইমি আরও বলে: “নতুন জগতে তাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি যখন এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। যেই মুহূর্তে আমি আমার উচ্চ বিদ্যালয় শেষ করব সেই মুহূর্তে আমি অগ্রগামীর কাজ শুরু করব।”

“আমার বয়স ১৮ বছর,” মার্কিন যুক্তরাষ্ট্রের, ফ্লরিডা শহরের রেশেল লেখে, “আর আমি বেশ কিছুদিন ধরে অগ্রগামী করার কথা বিবেচনা করছিলাম। ‘যখন জীবন সহজ নয়’ এই প্রবন্ধটি পড়ার সময়ে আমি খুব উৎসাহ পেয়েছি যখন দেখতে পেলাম যে আমার মত একটি যুবতী কিভাবে কষ্ট সহ্য করেছে। ক্যাথি আমাকে প্ররোচিত করেছে আমার স্বাস্থ্যকে যেমন সে বলেছিল, ‘বৃথা অনুধাবনগুলিতে নয়, কিন্তু বিজ্ঞতার সাথে যিহোবার পরিচর্যায়’” ব্যবহার করতে।

মাইক্রোনেশিয়ায় অবস্থিত চুক্‌ দ্বীপের কিছু মিশনারীরা লেখেন: “এখানে আমাদের অগ্রগামীরা বস্তুগতভাবে দরিদ্র। কিন্তু বোন রবার্সনের অভিজ্ঞতা তাদের সাহায্য করেছে তাদের যা আছে সেটিকে উপলব্ধি করতে। তারা এটা বুঝতে পেরেছে যে যদিও তারা বস্তুগতভাবে দরিদ্র, কিন্তু উত্তম স্বাস্থ্য থাকার ক্ষেত্রে তারা আশীর্বাদপ্রাপ্ত যা তাদের সাহায্য করতে পারে পূর্ণ-সময় যিহোবার কাজ করতে। তাদের যা আছে তার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য এবং তাদের শক্তি যিহোবার কাজে ব্যবহার করার জন্য এটি ছিল একটি উত্তম স্মারক।”

ফ্রান্সের অগ্রগামী স্কুলের ১৬ জন ছাত্রছাত্রী ক্যাথিকে লিলিফুলের একটি ছবি পাঠায় এই উৎসাহ দিয়ে যে: “আমাদের মহান সৃষ্টিকর্তার জন্য আমাদের সময়কে ব্যবহার করার জন্য যে তোমার উপদেশ আমরা তা কখনও ভুলব না।”

ফ্রান্সের আরেকজন যুবক লেখে: “অল্পবয়সী এবং শয়তানের প্রধান লক্ষ্য হওয়ার ফলে, আমরা অনেক সময় মনে করি যে যিহোবার প্রতি বিশ্বস্ততা বজায় রাখা খুব কঠিন। তবুও, যখন আমরা এইধরনের অভূতপূর্ব ও প্রেরণাদায়ক অভিজ্ঞতাগুলি পড়ি, তখন আমরা আবার পুনরায় শক্তি ও উদ্যমতা ফিরে পাই, এই জেনে যে অন্যান্য যুবক-যুবতীরা ক্যাথির মত তাড়না থাকা সত্ত্বেও বিশ্বস্ততা বজায় রেখে চলেছে। কি অপূর্ব উদাহরণ!”

“আমার বয়স প্রায় তোমারই মত আর আমার স্বাস্থ্যও খুব ভাল,” মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো শহরের নাদিন লেখে। যিহো­বার পরিচর্যায় বাধা সৃষ্টি করার জন্য “অনেক সময় যিহোবার পরিচর্যায় আমি ছোটখাট বাধাকে প্রশ্রয় দিয়ে থাকি। তোমার অভিজ্ঞতা আমাকে প্ররোচিত করেছে নিজের জীবনকে আরেকবার ভালভাবে দেখতে, আর আমি উপলব্ধি করেছি যে আমি কত মূল্যবান সময় নষ্ট করেছি। তুমি আমার কাছে একটা অনুপ্রেরণাস্বরূপ।”

ব্রাজিলের একটি যুবতী মহিলা জানায়: “সে সরাসরি আমার হৃদয়ের সাথে কথা বলেছে এবং ঈশ্বরকে আরও পূর্ণভাবে সেবা করার ইচ্ছা আমার মধ্যে জাগিয়ে তুলেছে।”

কানাডার একটি অল্পবয়সী ব্যক্তি লেখে: “আমার বয়স ১৫ বছর। দুবছর আগে আমি জানতে পারি যে আমি অটোইমিউন হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়েছি। ক্যাথি রবার্সনের অভিজ্ঞতাটির জন্য ধন্যবাদ জানাতে চাই, আমি উপলব্ধি করতে পেরেছি যে আমার স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও যতক্ষণ সময় আছে আমিও যিহোবাকে বিশ্বস্ততার সাথে সেবা করতে পারি এবং ধৈর্যের সাথে আমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে ঈশ্বরের সেই প্রতিজ্ঞাত নতুন জগতের জন্য যখন সম্পূর্ণরূপে আমি সুস্থ হতে পারব।”

মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ জারসি থেকে জ্যানেট লেখে: “যে সমস্ত বাধা সে অতিক্রম করেছে এবং যেধরনের বিশ্বাস সে দেখিয়েছে তা আমাদের সাহায্য করে বাধা থাকা সত্ত্বেও যিহোবার পরিচর্যায় আরও বেশি করার জন্য এগিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে। আমি আমার কিছু বাইবেল ছাত্রীদের কাছে তার এই অভিজ্ঞতাটি ব্যবহার করার পরিকল্পনা করছি এই প্ররোচনা দিতে যাতে করে স্কুল শেষ করার পরেই তারা অগ্রগামীর কাজ করার লক্ষ্য স্থাপন করতে পারে।”

প্রাপ্তবয়স্কেরাও উৎসাহিত হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের, ক্যালিফর্নিয়ার একজন মহিলা লেখেন: “তুমি সত্যই আমাদের জীবনের সমস্ত ছোটখাট বিষয়কে ভুলিয়ে দিয়ে আমাদের মূল প্রয়োজনীয় বিষয়ের উপর দৃষ্টি আরোপ করিয়েছ​—⁠যিহোবার সাথে আমাদের সম্পর্ক।” তিনি আরও বলেন: “যদিও আমি যৌবনের কাল অনেক দিন আগে পার হয়ে এসেছি, কিন্তু আমি তোমার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি দেখে অত্যন্ত মুগ্ধ ও প্ররোচিত হয়েছি। এটি আমাকে আমার জীবনের প্রাধান্যকে আরেকবার পরীক্ষা করে দেখতে সাহায্য করেছে।”

ক্যালিফর্নিয়া থেকে আরেকটি চিঠি জানায়: “তুমি যা পরীক্ষার সম্মুখীন হয়েছিলে তা জার্মানি অথবা মালাভির কিংবা অন্যান্য স্থানের সেই সব ভাইবোনেদের পরীক্ষার তুল্য যাদের বিষয়ে আমি পড়েছি। আমার বয়স এখন ৬৮, আমি অনেক অভিজ্ঞতা দেখেছি, শুনেছি এবং পড়েছি। তোমার অভিজ্ঞতাটি ছোট ও বড় সকলের জন্য এক আশীর্বাদস্বরূপ হবে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের, দক্ষিণ ক্যারোলিনা অঞ্চলের একটি মহিলা স্বীকার করেন: “আমি বাচ্চা নই। আমার প্রায় ৭০ বছর বয়স।” তিনি উপলব্ধি সহকারে লেখেন: “তুমি আরেকজন ইয়োব। আমি আশা করি ছোট ও বড় সকলে তোমার সহ্যের কথা মনে রাখবে।”

আরেকটি চিঠি জানায়: “ক্যাথির বিশ্বাস ও দৃঢ় প্রত্যয় আমার হৃদয় স্পর্শ করেছে। আমার প্রায় ৫৭ বছর বয়স আর আমার একটি লক্ষ্য ছিল যে অবসর নেওয়ার পর যিহোবার পরিচর্যায় আরও বেশি কিছু যাতে করতে পারি, কিন্তু সম্প্রতি পরীক্ষা করে দেখা গেছে যে আমার ক্যানসার হয়েছে। আমার খুবই আপশোস হয় যে যখন আমার বয়স কম ছিল এবং আমার স্বাস্থ্য ভাল ছিল তখন আমি যিহোবার কাজ বেশি করে করিনি! আমরা কেউ বলতে পারি না যে কখন কোন্‌ মারাত্মক রোগ এই সুযোগটি আমাদের কাছ থেকে সরিয়ে নেবে।”

একজন খ্রীষ্টীয় প্রাচীন লেখেন: “আমি এই প্রবন্ধটি আমার একটি বিশেষ ফাইলে রাখব যাতে করে আমি সেই সময়ে এটি পড়তে পারি যখন অপ্রত্যাশিতভাবে জীবন অন্য দিকে মোর নেবে যা আমার বিশ্বাসকে পরীক্ষিত করতে পারে। এছাড়াও এই প্রবন্ধটি আমি পালকদের ফাইলেও রাখব, যেটি সব প্রিয় বন্ধুদের উৎসাহ দেওয়ার জন্য ব্যবহার করব যারা তাড়নার দ্বারা জর্জরিত যতই এই বিধিব্যবস্থা শেষের দিকে এগিয়ে আসছে।”

বাস্তবিকই, জগদ্ব্যাপী ভ্রাতৃসমাজের সকল সদস্যদের বিশ্বাস ও সাহসের দ্বারা আমরা দৃঢ়তা অর্জন করতে পেরেছি। (১ পিতর ৫:⁠৯) ক্যাথির মত আমরা সকলেই আগ্রহের সাথে অপেক্ষা করে আছি বাইবেলের প্রতিজ্ঞার সেই পরিপূর্ণতা দেখার সময়টি জন্য যখন “মৃত্যু আর হইবে না।” (প্রকাশিত বাক্য ২১:​৩, ৪) তখন সেই সময়টি কতই না উত্তম হবে যখন “নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত।”​—⁠যিশাইয় ৩৩:⁠২৪. (g95 6/22)

ক্যাথি রবার্সন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার