ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৬ ১/৮ পৃষ্ঠা ৩০
  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
  • ১৯৯৬ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কীভাবে গড়িমসি করা এড়ানো যায়?
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
১৯৯৬ সচেতন থাক!
g৯৬ ১/৮ পৃষ্ঠা ৩০

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

দীর্ঘসূত্রতা “দীর্ঘসূত্রতা—সময়ের চোর” (এপ্রিল থেকে জুন, ১৯৯৫) প্রবন্ধটি বাস্তবধর্মী ও কৌতুকের সাথে লেখা হয়েছে। যখন আমি এটা পড়ছিলাম তখন আমি নিজের প্রতি হাসছিলাম যেহেতু আমার প্রচণ্ড দীর্ঘসূত্রী মনোভাব আছে।

এফ. বি. এইচ., ব্রাজিল

আমি সারা জীবন ধরে দীর্ঘসূত্রী মনোভাব পোষণ করে এসেছি, সুতরাং এটি আমার জন্য খুবই সময়োপযোগী। এটি খুব ভালভাবে লেখা হয়েছে এবং সময়কে আরও ভালভাবে ব্যবহার করার জন্য আমি এই তথ্যটি ব্যবহার করার পরিকল্পনা করেছি। প্রায়ই আমি বিভিন্ন প্রবন্ধের জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে চিঠি লিখতে চেয়েছি, কিন্তু কোন রকমভাবেই তা করে ওঠা হয়নি। পরিশেষে আমি এখন তা সম্পাদন করতে পেরেছি।

এম. এইট., মার্কিন যুক্তরাষ্ট্র

পত্রিকাটির পাতাগুলি উলটাতে উলটাতে আমি এই প্রবন্ধটি লক্ষ্য করি। আমি ভূমিকাটি পড়ি এবং ঠিক করি যে প্রবন্ধটির বাকি অংশটুকু আমি পরে পড়ব। কিন্তু প্রথম শব্দটি বলে: “দাঁড়ান! এই প্রবন্ধটি রেখে দেবেন না!” আমি উপলব্ধি করি যে দীর্ঘসূত্রীতার জন্য আমি সময় নষ্ট করেছি।

এ. ই., ইতালি

আমি একজন দর্জি এবং দীর্ঘসূত্রীতা আমার জীবনের একটা ধারা হয়ে দাঁড়িয়েছে। আমি তালিকা তৈরি করতাম না, সময় অনুসারে কিছু দিতাম না, অথবা বাধার জন্য পরিকল্পনা নিইনি। কিন্তু এখন আমি আপনাদের প্রস্তাব কাজে লাগানোর চেষ্টা করছি এবং তার পুরস্কারও উপভোগ করছি।

এস. এন., নাইজেরিয়া

শেষ কাল পূর্ণ-সময় সুসমাচার প্রচারক হিসাবে, আমি আমাদের এই পত্রিকার জন্য আপনাদের ধন্যবাদ দিতে চাই। যখন আমি এপ্রিল ২২, ১৯৯৫ (ইংরাজি), সংস্করণে, “এটাই কী শেষকাল?” সম্বন্ধীয় ধারাবাহিক প্রবন্ধগুলি পড়ছিলাম তখন চিন্তা করছিলাম যে ‘কত পরিষ্কার, স্পষ্ট এবং চিত্রবহুল এই প্রবন্ধগুলি!’ লেআউট, উত্তম ছবিগুলি এবং ক্যাপশন, সহজেই মনের মধ্যে রেখাপাত করে এবং প্রবন্ধগুলিকে সহজপাঠ্য ও বোধগম্য করে তোলে। আমাদের প্রতিবেশীদের কাছে এই বিষয়গুলি অর্পণ করা একটা আনন্দের ব্যাপার!

জে. বি., মার্কিন যুক্তরাষ্ট্র

সিঙ্গিলস “সিঙ্গিলস—ব্যথার সাথে মোকাবিলা করা।” (এপ্রিল ২২, ১৯৯৫, ইংরাজি) নামক প্রবন্ধটি আমি পড়েছি। তিনদিন বাদে আমি এক ধরনের চর্মরোগে আক্রান্ত হই যার সাথে আপনাদের প্রবন্ধে দেওয়া চর্মরোগের বর্ণনার সাথে মিল আছে। আমি ডাক্তারের কাছে যাই ও বলি যে আমার হয়ত সিঙ্গিলস হয়েছেছ। ঠিক যেমন আশা করেছিলাম তিনি আমাকে বলেন “আপনি ঠিকই ধরেছেন”—আমার অনুমান ঠিক ছিল! যেহেতু রোগটি প্রথমেই ধরা পড়েছিল তাই তিনি বলেছিলেন আমাকে বেশি যন্ত্রণা পেতে হবে না। যা অধিকাংশ সিঙ্গিলে আক্রান্ত রোগীরা ভোগ করে থাকে। প্রবন্ধটির জন্য ধন্যবাদ!

কে. বি., মার্কিন যুক্তরাষ্ট্র

মাত্রেক্ষা “মাত্রেক্ষা—কী অপূর্ব এক পুতুল!” (এপ্রিল ২২, ১৯৯৫, ইংরাজি) প্রবন্ধটির জন্য ধন্যবাদ। যখন আমি এটি পড়ছিলাম তখন যেভাবে এটি লিখিত হয়েছে তার দ্বারা আমি খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ছবিগুলি অপূর্ব ছিল! আমি যখন ছোট ছিলাম তখন আমি এই পুতুলের দ্বারা খুবই প্রভাবিত হয়ে গিয়েছিলাম, কিন্তু এর সূত্র সম্বন্ধে আমি কিছুই জানতাম না। এখন আমি কাউকে জোর করব আমার জন্য এটিকে কিনে দিতে!

এম. টি., ইতালি

সমকামিতা আমি পরিচারকদাস ও অগ্রগামী, পূর্ণ-সময় সুসমাচার প্রচারক হিসাবে পরিচর্যা করে এসেছি। “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . প্রবন্ধটি যা সমকামিতার উপর আলোচনা করেছে, মনে হয় তা আমার উদ্দেশ্যেই লেখা হয়েছে! (ফেব্রুয়ারি ৮, ফেব্রুয়ারি ২২, এবং মার্চ ২২, ১৯৯৫, ইংরাজি) আমি যখন কিশোর ছিলাম, আমি সমকামিতার বিষয় আগ্রহী ছিলাম। আমি তা এখন বন্ধ করে দিয়েছি কিন্তু তবুও এই অনুভূতির সাথে লড়াই করতে খুবই কষ্ট হয়। কিন্তু এই প্রবন্ধগুলির ফলে আমি পরিশেষে আমার অনুভূতিগুলিকে বুঝতে পারি এবং এর সাথে লড়াই করে যাওয়ার জন্য আমি সাহায্য পেয়েছি!

নাম গুপ্ত রাখা হয়েছে, ডেনমার্ক

ছোট থেকে, আমি যৌন অপব্যবহারের শিকার হয়েছি। কোন ভালবাসা বা স্নেহ আমার প্রতি দেখান হয়নি। আমি সমকামিতায় লিপ্ত ছিলাম, কিন্তু কোন যুবক ব্যক্তি যদি বুঝতে পারে যে এইধরনের সমকামী মনোভাব কিরকম লজ্জা, ব্যথা, দুঃখ ও নিরাশাবোধ আনে তাহলে সে এর থেকে দূরে থাকবে। অনেকে এই বিষয় নিয়ে কথা বলাকে এড়িয়ে চলে। আমি হৃদয় থেকে আপনাদের এই বিষয়টি প্রকাশ করার জন্য ধন্যবাদ দিতে চাই।

নাম গুপ্ত রাখা হয়েছে, ব্রাজিল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার