ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g১৮ নং ২ পৃষ্ঠা ১৪
  • ১১ পরিশ্রমী হওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ১১ পরিশ্রমী হওয়া
  • ২০১৮ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এটার অর্থ
  • যে-কারণে এটা গুরুত্বপূর্ণ
  • তুমি যা করতে পারো
  • আপনার কঠোর পরিশ্রমের মধ্যে আনন্দ খুঁজুন
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
  • যেভাবে কাজের প্রতি ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা যায়
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঘরের ছোটোখাটো কাজের গুরুত্ব
    ২০১৭ সজাগ হোন!
  • সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
আরও দেখুন
২০১৮ সজাগ হোন!
g১৮ নং ২ পৃষ্ঠা ১৪
একজন তরুণী দৌড়াচ্ছে

কঠোর পরিশ্রম করতে শেখা হল ব্যায়াম করার মতো; এটা তোমার বর্তমান ও ভবিষ্যতের জন্য উপকারজনক

তরুণ-তরুণীদের জন্য

১১ পরিশ্রমী হওয়া

এটার অর্থ

পরিশ্রমী লোকেরা কাজ করতে লজ্জা পায় না। এর পরিবর্তে, তারা ব্যক্তিগত প্রয়োজন ও অন্যদের সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করতে পছন্দ করে, এমনকী সেই কাজ যদি তেমন আকর্ষণীয় না-ও হয়।

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ

আমরা পছন্দ করি কিংবা না-ই করি, আমাদের জীবনে বিভিন্নরকম দায়িত্ব থাকে। এমন এক জগৎ, যেখানে বেশিরভাগ লোক কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না, সেখানে পরিশ্রমী হওয়া তোমার জন্য এক বাড়তি সুবিধা।—উপদেশক ৩:১৩.

“আমি একটা বিষয় বুঝতে পেরেছি আর তা হল, তুমি যখন কঠোর পরিশ্রম করো, তখন তোমার মধ্যে গর্ববোধ করার ও গভীর পরিতৃপ্তি লাভ করার অনুভূতি গড়ে ওঠে। গভীর পরিতৃপ্তির সেই অনুভূতির কারণে আমি কাজের প্রতি ভালোবাসা গড়ে তুলতে শিখেছি। কাজের ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে নিয়মাবলি পালন করা, তোমাকে সুনাম অর্জন করতেও সাহায্য করবে।”—রেয়ন।

বাইবেলের নীতি “সমস্ত পরিশ্রম লাভ নিয়ে আসে।”—হিতোপদেশ ১৪:২৩, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

তুমি যা করতে পারো

নীচে তুলে ধরা পদক্ষেপগুলো অনুসরণ করার মাধ্যমে কাজের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলো।

কোনো কিছু ভালোভাবে শিখতে পারার আনন্দে গর্বিত হও। তুমি যখন ঘরের টুকিটাকি কাজ করো, স্কুলের হোমওয়ার্ক করো অথবা কোনো চাকরি করো, তখন মনপ্রাণ দিয়ে তা করো। তুমি যখন একবার কোনো কাজ ভালোভাবে শেষ করতে পারো, তখন আরও উন্নতি করার—কাজটা আরও দ্রুত করার অথবা আরও ভালোভাবে করার—উপায় খুঁজে বের করো। তুমি যত বেশি দক্ষ হবে, কাজ করতে তোমার তত বেশি ভালো লাগবে।

বাইবেলের নীতি: “তুমি কি এমন কোন লোককে দেখেছ যে পাকা হাতে কাজ করে? সে রাজাদের জন্য কাজ করবে, সাধারণ লোকদের অধীনে কাজ করবে না।”—হিতোপদেশ ২২:২৯, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

পুরো ছবিটা দেখার চেষ্টা করো। প্রায় প্রতিটা ক্ষেত্রে, নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমে তুমি আসলে অন্যদের উপকার করে থাকো। উদাহরণ স্বরূপ, তুমি যখন ঘরের টুকিটাকি কাজ করার ব্যাপারে পরিশ্রমী হও, তখন তুমি পরিবারের অন্যান্য সদস্যের কাজের ভার কমিয়ে দাও।

বাইবেলের নীতি: “গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়।”—প্রেরিত ২০:৩৫.

অতিরিক্ত এক ক্রোশ যাও। ন্যূনতম অর্থাৎ যা না করলেই নয় ততটুকু করার পরিবর্তে, তোমার কাছে যতটুকু চাওয়া হয় তার চেয়ে বেশি করার চেষ্টা করো। এভাবে, নিজের জীবনের উপর তোমার নিজের নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ অন্যদের জোরাজুরির কারণে নয় বরং নিজে করতে চাও বলে তুমি আরও বেশি করবে।—মথি ৫:৪১.

বাইবেলের নীতি: “তুমি যে মঙ্গলকর কাজ করতে যাচ্ছ, তা যেন বাধ্য হয়ে নয়, স্ব-ইচ্ছায়ই কর।”—ফিলীমন ১৪, জুবিলী বাইবেল।

ভারসাম্য বজায় রাখো। কর্মঠ লোকেরা অলস নয় কিংবা তারা কাজপাগলও নয়। তারা ভারসাম্য বজায় রাখতে চায় অর্থাৎ কঠোর পরিশ্রম ও বিশ্রাম, দুটোই উপভোগ করে।

বাইবেলের নীতি: “বাতাসকে ধরবার জন্য দুই মুঠো পরিশ্রমের চেয়ে এক মুঠো বিশ্রাম শ্রেয়।”—উপদেশক ৪:৬, জুবিলী বাইবেল।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার