ঈশ্বরের বাক্যের গুপ্তধন | উপদেশক ১-৬
সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করুন
যিহোবা চান যেন আমরা আমাদের কাজের মধ্যে সুখভোগ করি বা আনন্দ খুঁজে পাই এবং কীভাবে তা করা যায়, সেই বিষয়ে তিনি আমাদের শিক্ষা দেন। একজন ব্যক্তি যদি কাজের প্রতি সঠিক মনোভাব রাখেন, তা হলে তিনি ধীরে ধীরে সেটার মধ্যে আনন্দ খুঁজে পেতে পারেন।
আপনি নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে পেতে পারেন, যদি আপনি . . .
এক ইতিবাচক মনোভাব গড়ে তোলেন
আপনার কাজ কীভাবে অন্যদের সাহায্য করে, তা নিয়ে চিন্তা করেন
কাজের সময় মন দিয়ে কাজ করেন কিন্তু কাজের পর, নিজের পরিবার ও উপাসনার প্রতি মনোযোগ দেন