৩. কেন ভালো লোকেরা দুঃখকষ্ট ভোগ করে?
যে-কারণে এটা জানা গুরুত্বপূর্ণ
ভালো লোকেরা যখন দুঃখকষ্ট ভোগ করে, তখন সেটাকে আমরা অন্যায় হিসেবে দেখে থাকি। এর ফলে, কেউ কেউ এমনটাও মনে করতে পারে, যদি ভালো ব্যক্তি হওয়া সত্ত্বেও দুঃখকষ্ট ভোগ করতে হয়, তা হলে ভালো ব্যক্তি হওয়ার কোনো প্রয়োজন নেই।
চিন্তা করার মতো বিষয়
কেউ কেউ বিশ্বাস করেন, জন্ম ও মৃত্যু হল একটা চক্রের মতো। তারা বলে থাকেন, যারা এই জন্মে ভালো কাজ করবে তারা পরের জন্মে জীবনকে ভালোভাবে উপভোগ করবে আর যারা মন্দ কাজ করবে, তারা এক কষ্টকর জীবন ভোগ করবে। এই বিশ্বাস অনুযায়ী, একজন ব্যক্তি ভালো হওয়া সত্ত্বেও দুঃখকষ্ট ভোগ করবেন যদি তিনি ‘পূর্বজন্মে’ খারাপ কাজ করে থাকেন। কিন্তু . . .
সেই ব্যক্তি যদি তার অতীত জীবনের কথা স্মরণ করতেই না পারেন, তা হলে এই দুঃখকষ্ট ভোগ করার অর্থ কী?
অতীত জীবনে যা করেছি, সেটার উপরই যদি আমাদের ভালো থাকা বা না থাকা নির্ভর করে, তা হলে সুস্থ থাকার এবং দুর্ঘটনা এড়ানোর জন্য কঠোর প্রচেষ্টা করার কী প্রয়োজন?
আরও জানুন
jw.org ওয়েবসাইটে কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন? শিরোনামের ভিডিওটা দেখুন।
বাইবেল যা বলে
দুঃখকষ্ট ঈশ্বরের কাছ থেকে আসা কোনো শাস্তি নয়।
এর বিপরীতে, এটা তখন ঘটে, যখন কোনো ব্যক্তি ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকে।
“দ্রুতগামীদের দ্রুতগমন, কি বীরদের যুদ্ধ, কি জ্ঞানবানদের অন্ন, কি বুদ্ধিমানদের ধন, কি বিজ্ঞদেরই অনুগ্রহলাভ হয়, এমন নয়, কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে।“—উপদেশক ৯:১১.
আমাদের পাপপূর্ণ স্বভাবের কারণেও আমরা দুঃখকষ্ট ভোগ করি।
লোকেরা প্রায়ই কোনো ব্যক্তির মন্দ কাজকে বোঝানোর জন্য “পাপ” শব্দটা ব্যবহার করে। কিন্তু বাইবেল পাপ বলতে শুধুমাত্র খারাপ কাজ করাকে বোঝায় না বরং এটা উত্তরাধিকারসূত্রে পাওয়া এক স্বভাবকেও বোঝায়, যা ভালো-মন্দ প্রত্যেক ব্যক্তির মধ্যেই জন্মের সময় থেকে রয়েছে।
“অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ব্ভে ধারণ করিয়াছিলেন।”—গীতসংহিতা ৫১:৫.
পাপ মানুষের উপর এক ধ্বংসাত্মক প্রভাব নিয়ে এসেছে।
উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপ শুধুমাত্র সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেনি কিন্তু সেইসঙ্গে ঈশ্বরের সৃষ্টির সঙ্গে আমাদের ভারসাম্যও নষ্ট করে দিয়েছে। এর ফলস্বরূপ, ব্যক্তিবিশেষ হিসেবে প্রত্যেক মানুষ ও সেইসঙ্গে পুরো মানবজাতি প্রচণ্ড দুঃখকষ্ট ভোগ করে চলেছে।
“সৎকার্য্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয়।”—রোমীয় ৭:২১.
“সমস্ত সৃষ্টি এখন পর্য্যন্ত একসঙ্গে আর্ত্তস্বর করিতেছে, ও একসঙ্গে ব্যথা খাইতেছে।”—রোমীয় ৮:২২.