ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g21 নং ২ পৃষ্ঠা ১৩-১৫
  • ফোন যেভাবে ক্ষতি করে আপনার চিন্তাভাবনাকে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ফোন যেভাবে ক্ষতি করে আপনার চিন্তাভাবনাকে
  • ২০২১ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি জানেন?
  • আপনি যা করতে পারেন
  • একাকিত্বের মূল্য
    ১৯৯৮ সচেতন থাক!
  • এই সংখ্যায় রয়েছে
    ২০২১ সজাগ হোন!
  • ভূমিকা
    ২০২১ সজাগ হোন!
  • ফোন যেভাবে ক্ষতি করে আপনার বিবাহিত জীবনকে
    ২০২১ সজাগ হোন!
আরও দেখুন
২০২১ সজাগ হোন!
g21 নং ২ পৃষ্ঠা ১৩-১৫
একজন ব্যক্তি খাবার তৈরি করার সময় কীভাবে সেটা তৈরি করতে হয়, তা ভিডিওতে দেখছেন।

ফোন যেভাবে ক্ষতি করে আপনার চিন্তাভাবনাকে

প্রতিদিন আমাদের কিছু না কিছু নতুন বিষয় শেখার প্রয়োজন হয়, সেটা হতে পারে স্কুলের জন্য, অফিসের জন্য অথবা ঘরের কাজের জন্য। আর এর জন্য আমাদের কোথাও যেতে হয় না, আমরা ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই সেগুলো শিখতে পারি।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গিয়েছে, যারা ফোন অথবা কম্পিউটার অতিরিক্ত ব্যবহার করে তারা . . .

  • পড়ার সময় মনোযোগ দিতে পারে না।

  • একইসময়ে একটা নির্দিষ্ট কাজের প্রতি মনোযোগ দিতে পারে না।

  • একা থাকার সময় খুব সহজেই বোর হয়ে যায়।

আপনি কি জানেন?

একজন কিশোরী একইসময়ে অনেক কাজ করছে। সে ফোনে ম্যাসেজ লিখছে, একজন বন্ধুর সঙ্গে ভিডিও কল করছে এবং কিছু পড়ার জন্য বই ও কম্পিউটার ব্যবহার করছে।

পড়া

যে-ব্যক্তিরা বেশিরভাগ সময়ে ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে কোনো বই অথবা পত্রিকা পড়ে, তারা কখনো ধৈর্য ধরে পুরো বই অথবা পত্রিকাটা পড়ে শেষ করতে পারে না। তারা শুধুমাত্র বই অথবা পত্রিকাটার উপর একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করে, সেটাতে কী লেখা রয়েছে।

কখনো কখনো কোনো প্রশ্নের উত্তর তাড়াতাড়ি খোঁজার জন্য সেই বিষয়বস্তুর উপর চোখ বোলানোই যথেষ্ট। কিন্তু আপনি যদি সেই বিষয়টা ভালোভাবে বুঝতে চান, তা হলে সেই বিষয়বস্তুটা আপনাকে ধৈর্য ধরে ভালোভাবে পড়ে শেষ করতে হবে।

চিন্তা করুন: কোনো বড়ো বিষয়বস্তু পড়ার সময় আপনি কি ধৈর্য ধরে সেটা পড়ে শেষ করেন অথবা তাড়াতাড়ি করে পড়ে শেষ করেন? আপনি যদি ধৈর্য ধরে সেটা পড়েন, তা হলে আপনার কেন মনে হয় যে, আপনি নতুন নতুন বিষয় সেখান থেকে শিখতে পারবেন?—হিতোপদেশ ১৮:১৫.

মনোযোগ

কিছু লোক মনে করে তাদের হাতে যদি ফোন থাকে, তা হলে তারা একইসময়ে দুটো কাজ করতে পারবে। যেমন, তারা পড়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের ম্যাসেজ করতে পারবে। কিন্তু বাস্তবে তারা দুটো কাজই ঠিকমতো করতে পারে না, বিশেষ করে যখন দুটো কাজেই মনোযোগ দেওয়ার প্রয়োজন হয়।

একইসময়ে দুটো কাজের প্রতি মনোযোগ দেওয়া সহজ নয়। সেইজন্য একইসময়ে একটা কাজের প্রতি মনোযোগ দেওয়াই ভালো। গ্রেস নামে ১৪ বছরের এক কিশোরী বলে, “আমি একইসময়ে অনেক কিছু করার পরিবর্তে, একটা কাজ করার চেষ্টা করি। আর এর ফলে আমার ভুল কম হয় এবং অতিরিক্ত চিন্তাও করতে হয় না।”

চিন্তা করুন: আপনি যখন পড়ার সঙ্গে সঙ্গে অন্য কোনো কাজ করেন, তখন যা পড়ছেন তা মনে রাখা ও বোঝা কি আপনার পক্ষে কঠিন হয়?—হিতোপদেশ ১৭:২৪.

একা থাকা

কিছু ব্যক্তির একা থাকতে ভালো লাগে না। তাই তারা যখন একা থাকে তখন ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে। অলিভিয়া নামে একজন মহিলা বলেন, “আমি যদি ১৫ মিনিট ফোন, ট্যাবলেট অথবা টিভি থেকে দূরে থাকি, তা হলে আমার বোর লাগে।”

কিন্তু কখনো কখনো যে-বিষয়টা পড়ছি, সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করা ও ভালোভাবে বোঝার জন্য একা থাকা ভালো। এটা করার মাধ্যমে শুধুমাত্র তরুণ বয়সের ছেলে-মেয়েরা শিখতে পারে এমন নয়, কিন্তু প্রাপ্তবয়স্করাও শিখতে পারে।

চিন্তা করুন: একা থাকার সময় আপনি কি সেই বিষয়টা নিয়ে চিন্তা করেন, যেটা আপনি পড়েছেন?—১ তীমথিয় ৪:১৫.

আপনি যা করতে পারেন

আপনি কীভাবে ফোন ব্যবহার করছেন, তা নিয়ে চিন্তা করুন

ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে কীভাবে আপনি নতুন নতুন বিষয় শিখতে পারেন? আপনি যখন পড়ছেন, তখন ফোন অথবা কম্পিউটারের কারণে আপনার মনোযোগ কীভাবে বিক্ষিপ্ত হতে পারে?

বাইবেলের নীতি: “সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা কর।”—হিতোপদেশ ৩:২১.

নিজেকে জিজ্ঞেস করুন . . .

  • ফোনে অথবা কম্পিউটারে কিছু বিষয়বস্তু পড়ার সময়, আমার কি মনোযোগ দিতে অসুবিধা হয়? যদি হয়ে থাকে, তা হলে কেন অসুবিধা হয়?

  • এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমি কী করতে পারি?

পরামর্শ: প্রথম প্রথম অল্প অল্প করে পড়ুন। এরপর ধীরে ধীরে বাড়ান। মুখে আওয়াজ করে পড়ুন কিন্তু নীচু স্বরে, যাতে আপনি মনোযোগ দিয়ে পড়তে পারেন।

  • আমি যে-বিষয়টা পড়েছি, সেটা নিয়ে চিন্তা করার জন্য যাতে আমার কাছে সময় থাকে, সেইজন্য কী করতে পারি?

পরামর্শ: কোনো বিষয়বস্তু পড়ার পর, তা নিয়ে শেষ ১০ মিনিট পুনরালোচনা করুন।

  • কোন পরিস্থিতিতে আমি একইসঙ্গে অনেক কাজ একসঙ্গে করার চেষ্টা করি?

  • একইসময়ে একটা কাজের উপর মনোযোগ দেওয়ার জন্য আমি কী করতে পারি?

পরামর্শ: আপনি যেখানে বসে পড়েন, সেখানে এমন কিছু রাখবেন না, যাতে অনেক কাজ একসঙ্গে করার প্রবণতা থাকে।

বাইবেলের নীতি: “প্রজ্ঞা উপার্জ্জন কর, সুবিবেচনা উপার্জ্জন কর।”—হিতোপদেশ ৪:৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার