ভূমিকা
এই নিখিলবিশ্ব এবং পৃথিবীতে জীবন কীভাবে অস্তিত্বে এসেছে, তা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা রয়েছে। সজাগ হোন! পত্রিকার এই সংখ্যা আপনাকে বিভিন্ন প্রমাণ নিয়ে চিন্তা করতে এবং তা নিজেই পরীক্ষা করে দেখতে সাহায্য করবে যে, সেগুলো সত্যি কি না। এই নিখিলবিশ্ব কি শূন্য থেকে কিংবা হঠাৎ করে এসেছে, না কি এক জন সৃষ্টিকর্তা এটা সৃষ্টি করেছেন? এটার উত্তর জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।