ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g22 নং ১ পৃষ্ঠা ৪-৬
  • ১ | আপনার শরীরের যত্ন নিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ১ | আপনার শরীরের যত্ন নিন
  • ২০২২ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন এটা গুরুত্বপূর্ণ?
  • আপনি কি জানেন?
  • আপনি এখনই কী করতে পারেন?
  • সুস্থ থাকার কিছু উপায়
    ২০১৫ সচেতন থাক!
  • আপনার স্বাস্থ্যকে কীভাবে ভাল রাখবেন
    ১৯৯৯ সচেতন থাক!
  • আপনার বিশ্বাস ও আত্মিক স্বাস্থ্য বজায় রাখুন
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি বজায় রাখুন
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০২২ সজাগ হোন!
g22 নং ১ পৃষ্ঠা ৪-৬
টেবিলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার সাজানো রয়েছে।

অশান্ত এবং কষ্টে ভরা এই জগৎ

১ | আপনার শরীরের যত্ন নিন

কেন এটা গুরুত্বপূর্ণ?

যখন কোনো বিপর্যয় ঘটে, তখন সেটা লোকদের স্বাস্থ্যকে কোনো-না-কোনোভাবে প্রভাবিত করে।

  • পরিস্থিতি যখন কঠিন হয়, তখন অনেকেই চাপগ্রস্থ হয়ে যায় আর চাপ নিতে নিতে একসময় তারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে।

  • বিপর্যয়ের কারণে হাসপাতালগুলোকে চিকিৎসা প্রদান করতে গিয়ে হিমশিম খেতে হয় আর এমনকী ওষুধের সংকট তৈরি হয়।

  • বিপর্যয়ের কারণে লোকদের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। এর ফলে, তাদের পক্ষে ওষুধপত্র ও খাবার কেনাও কঠিন হয়ে যায়।

আপনি কি জানেন?

  • আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা খুব মানসিক চাপের মধ্যে থাকি আর আমরা হয়তো ভালো সিদ্ধান্ত নিতে পারি না অথবা নিজের শরীরের প্রতিও খেয়াল রাখতে পারি না। এর ফলে, আমরা আগের চেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারি।

  • অসুখ হলে শুরুতেই যদি চিকিৎসা করা না হয়, তা হলে সেটা বাড়তে বাড়তে এক মারাত্মক আকার নিতে পারে।

  • সুস্থ থাকলে কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা শান্ত থাকতে পারব এবং ভালো সিদ্ধান্ত নিতে পারব।

  • শরীরের যত্ন নেওয়ার জন্য আমাদের কাছে যে অনেক টাকাপয়সা থাকতে হবে এমন নয়, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু-না-কিছু করতে পারি।

আপনি এখনই কী করতে পারেন?

একটা প্রবাদ বলে, ‘রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ করা ভালো।’ আমরা যদি অসুস্থ হওয়ার পরিণতি নিয়ে আগে থেকে চিন্তা করি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিই, তা হলে আমরা রোগ প্রতিরোধ করতে পারব। এর জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি আমরা বিশেষ মনোযোগ দিতে পারি।

আন্দ্রেয়াসa বলেন: “আমি ও আমার স্ত্রী সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কারণে ডাক্তারের খরচ এবং ওষুধপত্রের খরচ অনেক কমাতে পেরেছি।”

a এই পত্রিকায় কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

সুরক্ষিত থাকুন—কাজে লাগানোর মতো কিছু টিপস

এখনকার কঠিন সময়ে নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য আপনি যা করতে পারেন

স্বাস্থ্যবিধি মেনে চলুন

একজন লোক সাবান ও জল দিয়ে হাত ধুচ্ছেন।

স্বাস্থ্যবিধি মেনে চলুন

বাইবেল বলে: “সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়।” (হিতোপদেশ ২২:৩) কোন কোন কারণে আপনি অসুস্থ হতে পারেন, তা নিয়ে আগে থেকেই চিন্তা করুন আর তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

  • বার বার সাবান দিয়ে হাত ধোন, বিশেষ করে কোনো খাবার ধরার ও খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহার করার পরে।

  • আপনার ঘরদোর এবং বিশেষ করে যে-জায়গাগুলোতে ও জিনিসপত্রে বার বার হাত দেওয়া হয়, সেগুলো নিয়মিতভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখুন।

  • কোনো সংক্রামক রোগের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন।

পুষ্টিকর খাবার খান

টেবিলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার সাজানো রয়েছে।

পুষ্টিকর খাবার খান

বাইবেল বলে: “কেউ তো কখনো নিজের দেহকে ঘৃণা করে না, বরং সে নিজের দেহের জন্য পুষ্টি জোগায় এবং দেহকে মূল্যবান বলে গণ্য করে।” (ইফিষীয় ৫:২৯) আমরা যা-কিছু খাই বা গ্রহণ করি, তা থেকে বোঝা যায় যে, আমরা আমাদের শরীরের কতটা যত্ন নিচ্ছি।

  • প্রচুর পরিমাণে জল খান।

  • বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি খান।

  • খাবারে তেল, চর্বি, চিনি ও লবণের পরিমাণ কম রাখার চেষ্টা করুন।

  • তামাক সেবন করবেন না এবং মদ ও মাদক দ্রব্যের অপব্যবহার করবেন না।

কার্লোস বলেন: “আমি ও আমার স্ত্রী পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করি, যাতে আমরা অসুস্থ হয়ে না পড়ি। তা নাহলে আমাদের যতটুকু আয় রয়েছে, সেটা ডাক্তার ও ওষুধপত্রের পিছনেই খরচ হয়ে যাবে। তাই, এর পরিবর্তে আমরা স্বাস্থ্যকর খাবার কেনার জন্য সেই টাকাটা ব্যবহার করি।”

শরীরচর্চা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন

একজন লোক কাঁচা রাস্তায় জগিং করছেন।

শরীরচর্চা করুন

বাইবেল বলে: “বাতাসকে ধরবার জন্য দুই মুঠো পরিশ্রমের চেয়ে এক মুঠো বিশ্রাম শ্রেয়।” (উপদেশক ৪:৬, ইজি-টু-রিড ভারশন) কাজ করার সঙ্গে সঙ্গে আমাদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ারও প্রয়োজন রয়েছে।

  • প্রতিদিন কোনো-না-কোনো শরীরচর্চা করার চেষ্টা করুন। আপনি হয়তো নিয়মিত হাঁটতে যাওয়ার মাধ্যমে তা শুরু করতে পারেন। আপনার হয়তো বয়স হয়ে গিয়েছে কিংবা কোনো অক্ষমতা রয়েছে অথবা হতে পারে, আপনি দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। কিন্তু তারপরও, অল্পস্বল্প শরীরচর্চা করলে সেটা আপনার শরীরের পক্ষে খুবই উপকারজনক হবে।

  • একজন যুবতী বিশ্রাম নিচ্ছে।

    পর্যাপ্ত বিশ্রাম নিন

    ভালোভাবে বিশ্রাম নিন। আপনার যদি যথেষ্ট ঘুম না হয়, তা হলে এটা চাপ সৃষ্টি করতে পারে এবং আপনার পক্ষে কোনো কাজে ঠিকমতো মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। আর এটা দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে, তা হলে আপনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন।

  • ঘুমোতে যাওয়ার জন্য একটা সময় ঠিক করুন আর সেটা বজায় রাখুন। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়ার এবং একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন।

  • ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে টিভি দেখবেন না অথবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না।

  • ঘুমোতে যাওয়ার আগে ভারী খাবার, ক্যাফেইনযুক্ত খাবার অথবা মদ খাবেন না।

জাস্টিন বলেন: “আমি দেখেছি, শরীর ঠিক রাখতে হলে ঘুম খুবই জরুরি। আমার যে-দিন ভালোভাবে ঘুম হয় না, সে-দিন আমার মাথা যন্ত্রণা করে আর সারা শরীর ব্যথা করে। কিন্তু যে-দিন আমার ঘুম ভালো হয়, সে-দিন মনে হয়, আমি যেন বিশ্ব জয় করে ফেলব! আমার কাজ করার অনেক শক্তি থাকে আর আমি ঘন ঘন অসুস্থও হয়ে পড়ি না।”

“ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকুন” (ইংরেজি) শিরোনামের ভিডিওর একটা দৃশ্য। এক মহিলা তার বাড়ির দরজা খুলে দেখছেন, সামনে একটা ভাইরাসের কণিকা।

আরও জানুন। ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকুন (ইংরেজি) শিরোনামের ভিডিওটা দেখুন আর “সুস্থ থাকার কিছু উপায়” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার