ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g22 নং ১ পৃষ্ঠা ৭-৯
  • ২ | আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ২ | আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন
  • ২০২২ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন এটা গুরুত্বপূর্ণ?
  • আপনি কি জানেন?
  • আপনি এখনই কী করতে পারেন?
  • কীভাবে কম টাকাপয়সায় জীবনযাপন করা যায়?
    অন্যান্য বিষয়
  • বুঝে-শুনে টাকাপয়সা খরচ করুন
    ২০২৫ সজাগ হোন!
  • টাকাপয়সা সঠিকভাবে খরচ করা
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে টাকাপয়সা ব্যবহার করা যায়
    আপনার পরিবার সুখী হতে পারে
আরও দেখুন
২০২২ সজাগ হোন!
g22 নং ১ পৃষ্ঠা ৭-৯
একজন কাঠমিস্ত্রি কাঠে পেরেক ঠুকছেন।

অশান্ত এবং কষ্টে ভরা এই জগৎ

২ | আপনার জীবিকার উৎস টিকিয়ে রাখুন

কেন এটা গুরুত্বপূর্ণ?

অনেক লোককেই প্রতিদিনের প্রয়োজন মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আরও খারাপ বিষয় হল, জগতের এই কঠিন পরিস্থিতিতে তা করে চলা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কেন তা বলা যায়?

  • কোনো এলাকায় যখন দুর্যোগ ঘটে, তখন স্বাভাবিকভাবেই সেখানকার থাকা-খাওয়ার খরচ বেড়ে যায়।

  • বিপর্যয়ের কারণে লোকদের চাকরি হারাতে হয় অথবা কম বেতনে কাজ করতে হয়।

  • দুর্যোগের কারণে লোকদের ব্যাবসার ক্ষতি হতে পারে আর তাদের ঘরবাড়ি ও বিষয়সম্পত্তি হারাতে হতে পারে। ফলে, অনেককেই দরিদ্রতার শিকার হতে হয়।

আপনি কি জানেন?

  • আপনি যদি এখনই ভেবেচিন্তে টাকাপয়সা খরচ করেন, তা হলে যখন আর্থিক সমস্যা দেখা দেবে, তখন আপনি তা কাটিয়ে উঠতে পারবেন।

  • আয়, সঞ্চয় ও সম্পত্তির মূল্যমান সবসময় এক না-ও থাকতে পারে।

  • সুখ এবং পরিবারের একতা, কোনোটাই টাকাপয়সা দিয়ে কেনা যায় না।

আপনি এখনই কী করতে পারেন?

বাইবেল বলে: “খাদ্য ও বস্ত্র পেলে আমরা তাতেই সন্তুষ্ট থাকব।”—১ তীমথিয় ৬:৮.

চাহিদার কোনো শেষ নেই। তাই, সন্তুষ্ট থাকতে হলে যেটা সত্যিই প্রয়োজন, সেটা পেয়েই আমাদের খুশি থাকতে হবে এবং ‘আরও চাই’ এমন প্রবণতা কমাতে হবে। এমনটা করলে আর্থিক সমস্যার মধ্যেও জীবিকা চালানো খুব-একটা কঠিন হবে না।

সন্তুষ্ট থাকার জন্য আপনাকে হয়তো জীবনে কিছু পরিবর্তন করতে হতে পারে। আপনি যদি আপনার সামর্থের বাইরে খরচ করে ফেলেন, তা হলে আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে।

সুরক্ষিত থাকুন—কাজে লাগানোর মতো কিছু টিপস

এখনকার কঠিন সময়ে আপনার জীবিকা টিকিয়ে রাখার জন্য আপনি যা করতে পারেন

খরচ কমান

  • একজন বয়স্ক মহিলা সবজি বাগানে গাজর তুলছেন।

    খরচ কমান

    নতুন কোনো জিনিস অথবা জামাকাপড় কেনার আগে চিন্তা করুন, আগেরটাই আরও কিছুদিন ব্যবহার করা যায় কি না। নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমি নিজেই কি কিছু শাকসবজি লাগাতে পারি?’ কিংবা ‘সত্যিই কি আমার একটা গাড়ি প্রয়োজন?’

  • কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন: ‘এটা কি সত্যিই আমার দরকার আছে? এটা কেনার জন্য আমার কাছে কি যথেষ্ট টাকা আছে?’

  • সরকারি বা বেসরকারি সংস্থা থেকে কোনো সাহায্যের ব্যবস্থা থাকলে আপনি তা নিতে পারেন।

গিফ্ট বলেন: “আমরা পুরো পরিবার একসঙ্গে বসে কীভাবে খরচ করছি, তা নিয়ে চিন্তা করি। আমরা এমন যেকোনো বিনোদন করা বন্ধ করে দিয়েছি বা কমিয়ে দিয়েছি, যেগুলোর পিছনে বেশি খরচ হয়। আর বাড়িতেই এমন খাবার তৈরি করতে শুরু করেছি, যেগুলো বানাতে খুব-একটা খরচ হয় না।”

বাজেট তৈরি করুন

এক মহিলা ক্যালকুলেটারে হিসাব করছেন আর কত কী খরচ হয়েছে, তা বিল থেকে টুকে রাখছেন।

বাজেট তৈরি করুন

বাইবেল বলে: “তোমাদের মধ্যে কেউ যদি একটা দালান নির্মাণ করতে চায়, তা হলে সে কি প্রথমে বসে ব্যয় হিসাব করে দেখবে না যে, সেটা সম্পন্ন করার মতো যথেষ্ট টাকাপয়সা তার আছে কি না?” (লূক ১৪:২৮) একটা বাজেট করা থাকলে আপনি আয় বুঝে ব্যয় করতে পারবেন।

  • প্রথমত, প্রতি মাসে আপনার মোট আয় কত, তা লিখুন।

  • এরপর, প্রতি মাসে কোন কোন খাতে কত খরচ হচ্ছে, সেটার একটা তালিকা তৈরি করুন। আর বাড়তি কোনো খরচ হচ্ছে কি না, তা নিয়ে চিন্তা করুন।

  • এখন, আপনার আয় ও খরচের তালিকা, দুটো পাশাপাশি রেখে মিলিয়ে দেখুন। আর যদি দেখেন যে, কোনো খাতে খরচ বেশি হয়ে যাচ্ছে, তা হলে সেটা কমানোর চেষ্টা করুন।

কার্লোস বলেন: “প্রতি মাসেই আমি ও আমার স্ত্রী আয় ও ব্যয়ের একটা তালিকা তৈরি করি। আমরা কিছু টাকা জমানোর চেষ্টা করি, যা জরুরি প্রয়োজনে আর পরে দরকার হবে এমন জিনিস কেনার জন্য কাজে লাগবে। এটা করে খুবই ভালো হয়েছে কারণ কীভাবে আমরা টাকাটা ব্যবহার করব, তা নিয়ে আর অতিরিক্ত চিন্তা করতে হয় না।”

ঋণ করা এড়িয়ে চলুন / সঞ্চয় করুন

  • এক মা কয়েন তুলে তুলে দিচ্ছেন আর তার ছোট্ট মেয়ে সেগুলো কাঁচের বয়ামে রাখছে।

    ঋণ করা এড়িয়ে চলুন / সঞ্চয় করুন

    কোনো ঋণ বা ধার করা থাকলে তা দ্রুত শোধ করার জন্য ভালোভাবে পরিকল্পনা করুন। আর সম্ভব হলে, চেষ্টা করুন যেন একেবারেই ঋণ নিতে না হয়। এর পরিবর্তে, প্রয়োজনীয় বিষয় কেনার জন্য সঞ্চয় করুন।

  • প্রত্যেক মাসে কিছু টাকা আলাদা করে রাখুন, যাতে বিপদ-আপদের সময় তা কাজে লাগে।

পরিশ্রমী হোন / চাকরি টিকিয়ে রাখুন

বাইবেল বলে: “সমস্ত পরিশ্রমে একটা লাভ আছে।”—হিতোপদেশ ১৪:২৩, বাংলা জুবিলী বাইবেল।

  • একজন কাঠমিস্ত্রি কাঠে পেরেক ঠুকছেন।

    পরিশ্রমী হোন / চাকরি টিকিয়ে রাখুন

    আপনি যে-কাজই করুন না কেন, সেটার ভালো দিকগুলো নিয়ে চিন্তা করুন। আপনার চাকরিটা খুব-একটা পছন্দের না হলেও সেটা থেকে অন্তত আয় তো হচ্ছে!

  • পরিশ্রমী ও নির্ভরযোগ্য হওয়ার চেষ্টা করুন। এই গুণগুলো আপনাকে চাকরি বা কাজ টিকিয়ে রাখতে সাহায্য করবে। আর এমনকী আপনার চাকরি যদি চলেও যায়, তারপরও এগুলোর কারণে আপনার পক্ষে নতুন কাজ খুঁজে পাওয়া সহজ হয়ে যাবে।

দিমিত্রি বলেন: “যে-কাজগুলো সহজেই পাওয়া যায়, আমি তা নিয়ে নিই। সেই কাজ বা সেটার বেতন আমার মনের মতো না হলেও আমি তা করি। সেই কাজে আমি আমার সবচেয়ে ভালোটা দেওয়ার এবং নির্ভরযোগ্য হওয়ার চেষ্টা করি আর মনে করি যেন নিজের জন্যই তা করছি।”

চাকরি খোঁজার জন্য আপনি যা করতে পারেন . . .

  • আপনার তরফ থেকে যা করা সম্ভব, তা করুন। যেমন, আপনি যে-ধরনের কাজ করতে পারেন, তার সঙ্গে মিল রয়েছে এমন প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দেওয়া না থাকলেও সেখানে কল করুন। এ ছাড়া, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে জানিয়ে রাখুন যে, আপনি চাকরি খুঁজছেন।

  • মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ আপনি যে সবসময় পছন্দসই চাকরি খুঁজে পাবেন, এমনটা না-ও হতে পারে।

বাবা-মা তাদের খরচাপাতি নিয়ে কথা বলছেন আর তাদের ছেলে-মেয়ে বাইরে খেলছে।

আরও জানুন। “অল্প খরচে যেভাবে সংসার চালানো যায়” (ইংরেজি) শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার