ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g25 নং ১ পৃষ্ঠা ৪-৫
  • বাস্তবতাকে মেনে নিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাস্তবতাকে মেনে নিন
  • ২০২৫ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন এটা গুরুত্বপূর্ণ?
  • আপনি কী করতে পারেন?
  • বিশ্বব্যাপী আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি–এই সম্বন্ধে বাইবেল কী বলে?
    অন্যান্য বিষয়
  • সূচিপত্র
    ২০২৫ সজাগ হোন!
  • আশাবাদী হোন
    ২০২৫ সজাগ হোন!
  • বুঝে-শুনে টাকাপয়সা খরচ করুন
    ২০২৫ সজাগ হোন!
আরও দেখুন
২০২৫ সজাগ হোন!
g25 নং ১ পৃষ্ঠা ৪-৫
কোলাজ: ১. একজন মহিলা বাজারে টমেটো বাছছেন। ২. তিনি জিনিসপত্র কিনে দোকানদারকে টাকা দিচ্ছেন।

আকাশছোঁয়া জিনিসের দাম কীভাবে মোকাবিলা করবেন?

বাস্তবতাকে মেনে নিন

আমাদের এটা মেনে নিতে হবে যে, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। জিনিসপত্রের দাম বাড়ার পাশাপাশি যদি আমাদের বেতন বাড়ে, তা হলে আমরা ততটা চিন্তা করি না। কিন্তু, জিনিসপত্রের দাম যখন বেড়ে যায় অথচ আমাদের বেতন বাড়ে না, তখন আমরা সত্যিই চিন্তায় পড়ে যাই, বিশেষ করে যদি আমাদের পরিবারের যত্ন নিতে হয়।

জিনিসপত্রের দাম যে দিন দিন বাড়ছে, এতে আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা যদি মেনে নিই, এটাই বাস্তব, তা হলে আমরা নিজেরাই আসলে উপকৃত হব।

কেন এটা গুরুত্বপূর্ণ?

আমরা যদি মেনে নিই যে, জিনিসপত্রের দাম বৃদ্ধি আমাদের হাতে নেই, তা হলে আমরা . . .

  • শান্ত থাকতে পারি। আমরা যখন শান্ত থাকি, তখন আমরা আরও ভালোভাবে চিন্তা করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি।

  • বোকার মতো কাজ করা এড়িয়ে চলতে পারি। অনেক সময় দেখা গিয়েছে, আমরা হয়তো অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার পিছনে এত খরচ করে ফেলি যে, সেই মাসের ইলেকট্রিক অথবা জলের বিল মেটানোর জন্য আমাদের হাতে যথেষ্ট টাকা থাকে না।

  • টাকাপয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাঁটি করা এড়িয়ে চলতে পারি।

  • কীভাবে সমস্যার সমাধান করা যায়, তা খুঁজে বের করতে পারি। যেমন, আমরা অপ্রয়োজনীয় খরচ কমাতে পারি এবং শুধুমাত্র সেই জিনিসপত্র কিনতে পারি, যেগুলো আমাদের সত্যিই প্রয়োজন।

আপনি কী করতে পারেন?

পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিন। জিনিসপত্রের দাম যখন আকাশছোঁয়া হয়ে যায়, তখন যদি সম্ভব হয়, খরচ কিছুটা হলেও কমিয়ে দিন। এমনটা করলে আপনারই উপকার হবে। কোনো কোনো লোকের কাছে হয়তো যথেষ্ট টাকাপয়সা নেই, কিন্তু তা সত্ত্বেও তারা এক বিলাসবহুল জীবনযাপন করার চেষ্টা করে। তাদের পরিস্থিতি ঠিক সেই ব্যক্তির মতো হয়, যে নদীতে নেমে স্রোতের উলটো দিকে সাঁতার কাটার চেষ্টা করে আর একসময় ক্লান্ত হয়ে পড়ে। একইভাবে বিলাসবহুল জীবনযাপন করতে করতে এই ব্যক্তিরাও একসময় ক্লান্ত হয়ে পড়ে। আপনার যদি পরিবার থাকে, তা হলে তাদের ভরণ-পোষণ জোগানোর বিষয়টাও আপনাকে চিন্তা করতে হবে আর সেটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, আপনার পরিবারের সদস্যেরা আপনার কাছ থেকে ভালোবাসা, সময় ও মনোযোগ ছাড়া আর বেশি কিছু চায় না।

“তোমাদের মধ্যে কেউ কি উদ্‌বিগ্ন হয়ে তার নিজের আয়ু এক মুহূর্তের জন্যও বৃদ্ধি করতে পারে?”—লূক ১২:২৫.

“কখনো আগামীকালের বিষয়ে উদ্‌বিগ্ন হোয়ো না, কারণ আগামীকালের জন্য আগামীকালের উদ্‌বিগ্নতা রয়েছে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।”—মথি ৬:৩৪.

যথেষ্ট টাকাপয়সা না থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপন করা হল নদীতে নেমে স্রোতের উলটো দিকে সাঁতার কাটার মতো

ফাজিলিয়া।

“বাইবেলে ২ তীমথিয় ৩:১ পদে যেমন আগে থেকেই বলা ছিল, সেই অনুযায়ী আমরা ‘কঠিন ও বিপদজনক’ সময়ে বাস করছি। তাই যখন জিনিসপত্রের দাম বাড়তে থাকে এবং টাকাপয়সা নিয়ে সমস্যা দেখা দেয়, তখন আমি অবাক হই না। সেই সময় যে-জিনিসপত্র আমার প্রয়োজন নেই, সেগুলোর পিছনে আমি অযথা খরচ করা এড়িয়ে চলি।”—ফাজিলিয়া, আজারবাইজান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার