ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ৩০
  • জ্বলন্ত ঝোপ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জ্বলন্ত ঝোপ
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • জ্বলন্ত ঝোপ
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • মোশি পালিয়ে যান
    আমার বাইবেলের গল্পের বই
  • যিহোবার পথ সকল জানা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মোশি একজন প্রেমময় ব্যক্তি
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ৩০

গল্প ৩০

জ্বলন্ত ঝোপ

মোশি তার মেষদের জন্য ঘাস খুঁজতে খুঁজতে বহু দূরের হোরেব পর্বতে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি একটা জ্বলন্ত ঝোপ দেখতে পান, তবে সেটা পুড়ে যাচ্ছে না!

‘খুবই অদ্ভুত ঘটনা,’ মোশি ভাবতে থাকেন। ‘আমি আরও কাছে গিয়ে আরও ভালো করে দেখব।’ তিনি যখন এগিয়ে গেলেন, তখন ঝোপের মধ্য থেকে একটা কণ্ঠস্বর শোনা যায়: ‘আর কাছে এসো না। তোমার চটি খুলে ফেলো, কারণ তুমি যে-স্থানে দাঁড়িয়ে আছ, সেটা পবিত্র ভূমি।’ আসলে ঈশ্বর একজন স্বর্গদূতের মাধ্যমে কথা বলছিলেন। তাই মোশি তার মুখ ঢেকে ফেলেন।

তখন ঈশ্বর তাকে বললেন: ‘আমি মিশরে আমার প্রজাদের কষ্ট দেখেছি। তাই, আমি তাদের মুক্ত করতে যাচ্ছি আর আমার প্রজাদের মিশর থেকে বের করে নিয়ে আসার জন্য আমি তোমাকেই পাঠাব।’ যিহোবা তাঁর প্রজাদের সুন্দর কনান দেশে নিয়ে আসবেন।

কিন্তু, মোশি বললেন: ‘আমি তো সামান্য একজন মানুষ। আমি কীভাবে তা করতে পারি? আর ধরো আমি গেলাম। ইস্রায়েলীয়রা আমাকে জিজ্ঞেস করল, “কে তোমাকে পাঠিয়েছে?” তখন আমি কী বলব?’

‘তুমি এই কথা বলবে,’ ঈশ্বর উত্তর দেন। ‘যিহোবা, অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন।’ যিহোবা আরও বললেন: ‘আমার এই নাম অনন্তকালস্থায়ী।’

‘কিন্তু ধরো, আমি যখন তাদের বলব যে, তুমি আমাকে পাঠিয়েছ, তখন তারা যদি বিশ্বাস না করে,’ মোশি উত্তর দেন।

‘তোমার হাতে ওটা কী?’ ঈশ্বর জিজ্ঞেস করলেন।

মোশি উত্তর দেন: ‘লাঠি।’

‘ওটা মাটিতে ফেলে দাও,’ ঈশ্বর বলেন। মোশি যখন তা করেন, তখন সেই লাঠিটা একটা সাপ হয়ে যায়। এরপর যিহোবা মোশিকে আরেকটা অলৌকিক কাজ দেখালেন। তিনি বললেন: ‘তোমার হাত জামার ভিতর বুকের ওপর রাখো।’ মোশি তা-ই করলেন আর যখন তিনি তার হাত আবার বের করে আনলেন, তখন দেখলেন তার হাত তুষারের মতো সাদা হয়ে গিয়েছে! হাতটা দেখতে এমন মনে হয়েছিল যেন কুষ্ঠ নামে খারাপ রোগ হয়েছে। আর এরপর, যিহোবা মোশিকে তৃতীয় আরেকটা অলৌকিক কাজ করার ক্ষমতা দিলেন। অবশেষে তিনি বললেন: ‘যখন তুমি এই অলৌকিক কাজগুলো করবে, তখন ইস্রায়েলীয়রা বিশ্বাস করবে যে, আমি তোমাকে পাঠিয়েছি।’

তারপর, মোশি বাড়ি ফিরে গেলেন এবং যিথ্রোকে বললেন: ‘আমার আত্মীয়রা কেমন আছে, তা দেখার জন্য দয়া করে আমাকে মিশরে ফিরে যেতে দিন।’ তাই যিথ্রো মোশিকে বিদায় জানালেন আর মোশি তখন মিশরে ফিরে যাওয়ার জন্য যাত্রা শুরু করলেন।

যাত্রাপুস্তক ৩:১-২২; ৪:১-২০.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার