পাঠ ১৮
জ্বলন্ত ঝোপ
মোশি মিদিয়নে ৪০ বছর ছিলেন। তিনি বিয়ে করেন এবং তার সন্তান হয়। একদিন তিনি যখন সীনয় পর্বতের কাছে তার মেষপাল চরাচ্ছিলেন, তখন তিনি অদ্ভুত একটা বিষয় দেখেন। একটা কাঁটাঝোপের মধ্যে আগুন জ্বলছে, কিন্তু সেটা পুড়ে যাচ্ছে না! কেন এমনটা ঘটছে, তা দেখার জন্য তিনি যখন সেই ঝোপের কাছে যান, তখন ঝোপের মধ্যে থেকে একটা কণ্ঠস্বর শোনা যায়: ‘মোশি! আর এগিয়ো না। পা থেকে জুতো খুলে ফেলো কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছ, সেটা পবিত্র ভূমি।’ তিনি ছিলেন যিহোবা আর তিনি একজন স্বর্গদূতের মাধ্যমে কথা বলছিলেন।
মোশি ভয় পেয়ে যান আর তাই তিনি নিজের মুখ ঢেকে ফেলেন। যিহোবা বলেন: ‘আমি ইজরায়েলীয়দের কষ্ট দেখেছি। আমি মিশরীয়দের হাত থেকে তাদের রক্ষা করব এবং তাদের ভালো একটা দেশে নিয়ে যাব। আর তুমিই আমার লোকদের মিশর থেকে বের করে আনবে।’ এটা শুনে মোশি নিশ্চয়ই অনেক অবাক হয়ে গিয়েছিলেন, তাই না?
মোশি এই কথা জিজ্ঞেস করেন: ‘লোকেরা যখন জানতে চাইবে, কে তোমাকে পাঠিয়েছেন, তখন আমি তাদের কী উত্তর দেব?’ ঈশ্বর বলেন: ‘তুমি তাদের বোলো, যিহোবা আমাকে পাঠিয়েছেন, যিনি অব্রাহামের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর।’ মোশি এরপর বলেন: ‘লোকেরা যদি আমার কথা না শোনে, তা হলে আমি কী করব?’ যিহোবা মোশিকে প্রমাণ দেন যে, তিনি তাকে সাহায্য করবেন। তিনি মোশিকে নিজের লাঠিটা মাটিতে ফেলতে বলেন। তখন সেই লাঠিটা সাপ হয়ে যায়! মোশি যখন সাপটার লেজ ধরেন, তখন সেটা আবার লাঠি হয়ে যায়। যিহোবা বলেন: ‘তুমি যখন এই আশ্চর্য কাজ করবে, তখন লোকেরা বুঝতে পারবে যে, আমি তোমাকে পাঠিয়েছি।’
মোশি বলেন: ‘আমি তো ভালো করে কথা বলতে পারি না।’ যিহোবা তার কাছে প্রতিজ্ঞা করেন: ‘কী বলতে হবে, তা আমি তোমাকে শিখিয়ে দেব আর তোমাকে সাহায্য করার জন্য আমি তোমার ভাই হারোণকে তোমার সঙ্গে পাঠাব।’ মোশি যখন বুঝতে পারেন, যিহোবা তার সঙ্গে আছেন, তখন তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে মিশর দেশের উদ্দেশে রওনা হন।
“কী বলতে হবে অথবা কীভাবে বলতে হবে, তা ভেবে উদ্বিগ্ন হোয়ো না, কারণ যা বলতে হবে, তা সেই সময়ে তোমাদের জানানো হবে।”—মথি ১০:১৯