খণ্ড ৩
মিশর হতে উদ্ধার থেকে ইস্রায়েলের প্রথম রাজা পর্যন্ত
মোশি ইস্রায়েলীয়দেরকে মিশরের বন্দিত্ব থেকে বের করে সীনয় পর্বতে নিয়ে গিয়েছিলেন, যেখানে ঈশ্বর তাদেরকে তাঁর নিয়মগুলো দিয়েছিলেন। পরে, মোশি বারো জন ব্যক্তিকে কনান দেশ নিরীক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু, তাদের মধ্যে দশ জন পুরুষ খারাপ সংবাদ নিয়ে ফিরে এসেছিল। তারা লোকেদেরকে মিশরে ফিরে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল। ইস্রায়েলীয়রা বিশ্বাসের অভাব দেখিয়েছিল আর এই কারণে ঈশ্বরের কাছ থেকে শাস্তি হিসেবে তাদের চল্লিশ বছর ধরে প্রান্তরে ঘুরে বেড়াতে হয়।
অবশেষে, ইস্রায়েলীয়দেরকে কনান দেশে নিয়ে যাওয়ার জন্য যিহোশূয়কে মনোনীত করা হয়েছিল। তাদেরকে সেই দেশে নিয়ে যাওয়ার জন্য যিহোবা বিভিন্ন অলৌকিক কাজ করেছিলেন। তিনি যর্দন নদীর প্রবাহ থামিয়ে দিয়েছিলেন, যিরীহোর প্রাচীরকে ভেঙে পড়তে দিয়েছিলেন এবং পুরো এক দিন সূর্যকে স্থির রেখেছিলেন। ছয় বছর পর, কনানীয়দের কাছ থেকে সেই দেশের অধিকার নিয়ে নেওয়া হয়েছিল।
যিহোশূয়ের সময় থেকে শুরু করে তিন-শো ছাপ্পান্ন বছর ধরে বিচারকর্তারা ইস্রায়েলকে শাসন করেছিল। আমরা তাদের মধ্য থেকে বারক, গিদিয়োন, যিপ্তহ, শিম্শোন ও শমূয়েল-সহ অনেকের বিষয়ে শিখব। এ ছাড়া, আমরা এই নারীদের সম্বন্ধেও পড়ব যেমন, রাহব, দবোরা, যায়েল, রূৎ, নয়মী ও দলীলা। সব মিলিয়ে, তৃতীয় খণ্ডে তিন-শো ছিয়ানব্বই বছরের ইতিহাস রয়েছে।