ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ৫০
  • সাহসী দুই নারী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সাহসী দুই নারী
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একজন নতুন নেতা এবং দু-জন সাহসী মহিলা
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • বিশ্বাসে বারক এক পরাক্রমশালী সেনাবাহিনীকে তাড়িয়ে দিয়েছিলেন
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বেচ্ছাসেবকের মনোভাব নিয়ে যিহোবার প্রশংসা করুন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ৫০

গল্প ৫০

সাহসী দুই নারী

ইস্রায়েলীয়রা যখনই সমস্যায় পড়ত, তখনই যিহোবার কাছে কান্নাকাটি করত। তখন যিহোবা উত্তর হিসেবে, তাদেরকে সাহায্য করার জন্য সাহসী নেতাদের দিতেন। বাইবেল এই নেতাদেরকে বিচারকর্তা বলে উল্লেখ করে। যিহোশূয় ছিলেন প্রথম বিচারকর্তা এবং তার পরের কয়েক জন বিচারকর্তার নাম হল অৎনীয়েল, এহূদ ও শম্‌গর। কিন্তু, ইস্রায়েলকে সাহায্য করেছে এমন লোকেদের মধ্যে দু-জন নারীও ছিল আর তাদের নাম দবোরা ও যায়েল।

দবোরা হলেন একজন ভাববাদিনী। যিহোবা তাকে ভবিষ্যৎ সম্বন্ধে তথ্য দেন আর এরপর দবোরা লোকেদের জানান যে, যিহোবা কী বলেছেন। এ ছাড়া, দবোরা একজন বিচারকর্ত্রী। তিনি পাহাড় অঞ্চলের একটা নির্দিষ্ট খেজুর গাছের নীচে বসেন আর লোকেরা সাহায্য লাভ করার জন্য তাদের সমস্যা নিয়ে তার কাছে আসে।

এখন কনান দেশের রাজা হলেন যাবীন। তার নয়-শোটা যুদ্ধরথ রয়েছে। তার সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে, অনেক ইস্রায়েলীয়কে জোর করে যাবীনের দাস হতে বাধ্য করা হয়েছে। যাবীন রাজার সেনাপতির নাম হল সীষরা।

একদিন দবোরা বিচারকর্তা বারককে ডেকে পাঠান এবং তাকে বলেন: ‘যিহোবা বলেছেন: “দশ হাজার লোক নিয়ে তাবোর পর্বতে যাও। সেখানে আমি সীষরাকে তোমার কাছে নিয়ে আসব। আর আমি তোমাকে তার ওপর ও তার সেনাবাহিনীর ওপর বিজয়ী করব।”’

বারক দবোরাকে বলেন: ‘তুমি যদি আমার সঙ্গে যাও, তাহলে আমি যাব।’ দবোরা যদিও তার সঙ্গে যান কিন্তু তিনি বারককে বলেন: ‘এই বিজয়ে তোমার কোনো কৃতিত্ব থাকবে না কারণ যিহোবা সীষরাকে একজন নারীর হাতে সমর্পণ করবেন।’ আর ঠিক সেটাই ঘটে।

বারক সীষরার সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য তাবোর পর্বত থেকে নেমে আসেন। যিহোবা হঠাৎ করে একটা বন্যা নিয়ে আসেন আর এর ফলে শত্রুপক্ষের অনেক সৈন্য ডুবে যায়। কিন্তু, সীষরা তার রথ থেকে নেমে পালিয়ে যান।

কিছুক্ষণ পর, সীষরা যায়েলের তাঁবুতে আসেন। যায়েল তাকে ভিতরে আমন্ত্রণ জানান ও তাকে কিছু দুধ খেতে দেন। এর ফলে তার ঘুম আসে আর অল্পসময়ের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। তখন যায়েল তাঁবুর একটা গোঁজ নিয়ে এই দুষ্ট লোকের মাথায় গেঁথে দেন। পরে, যখন বারক আসেন, তখন যায়েল তাকে মৃত সীষরাকে দেখান! তাই তুমি বুঝতে পারছ যে, দবোরা যা বলেছিলেন, সেটা সত্য হয়েছে।

অবশেষে, যাবীন রাজাকেও মেরে ফেলা হয় আর ইস্রায়েলীয়রা আবার কিছু সময়ের জন্য শান্তিতে থাকে।

বিচারকর্ত্তৃগণের বিবরণ ২:১৪-২২; ৪:১-২৪; ৫:১-৩১.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার