ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • my গল্প ৮৯
  • যিশু মন্দির পরিষ্কার করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু মন্দির পরিষ্কার করেন
  • আমার বাইবেলের গল্পের বই
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু মন্দির পরিষ্কার করেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যিহোবার উপাসনার জন্য উদ্যোগ
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • পশুপাখিদের সঙ্গে নিষ্ঠুরতা—এটা কি অন্যায়?
    ১৯৯৯ সচেতন থাক!
  • পশুপাখি মারা যাওয়ার পর কি স্বর্গে যায়?
    বাইবেলের প্রশ্নের উত্তর
আরও দেখুন
আমার বাইবেলের গল্পের বই
my গল্প ৮৯
Jesus chases the money changers out of the temple and overturns their tables

গল্প ৮৯

যিশু মন্দির পরিষ্কার করেন

এখানে যিশুকে আসলেই অনেক রাগী দেখাচ্ছে, তাই-না? তুমি কি জান, কেন তিনি এত রেগে আছেন? কারণ যিরূশালেমে ঈশ্বরের মন্দিরের ভিতরে এই লোকেরা অনেক লোভী। তারা সেই লোকেদের কাছ থেকে অন্যায়ভাবে বেশি টাকা নেওয়ার চেষ্টা করছে, যারা এখানে ঈশ্বরের উপাসনা করতে এসেছে।

তুমি কি ওই বাছুর, মেষ ও পায়রাগুলো দেখতে পাচ্ছ? এই লোকেরা এখানে মন্দিরেই পশুপাখি বিক্রি করছে। তুমি কি জান, কেন? কারণ ইস্রায়েলীয়দের ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করার জন্য পশুপাখি প্রয়োজন হতো।

ঈশ্বরের নিয়ম বলেছিল যে, একজন ইস্রায়েলীয় যখন কোনো অন্যায় করে, তখন তার ঈশ্বরের উদ্দেশে কোনো কিছু উৎসর্গ করা উচিত। এ ছাড়া, অন্যান্য সময়ও ছিল, যখন ইস্রায়েলীয়দের উৎসর্গ করতে হতো। কিন্তু, একজন ইস্রায়েলীয় ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করার জন্য কোথা থেকে পশুপাখি পেত?

কিছু ইস্রায়েলীয় ব্যক্তির নিজস্ব পশুপাখি ছিল। তাই, তারা সেগুলো উৎসর্গ করত। কিন্তু, অনেক ইস্রায়েলীয় ব্যক্তির নিজেদের পশুপাখি ছিল না। আবার অন্যেরা যিরূশালেম থেকে এত দূরে থাকত যে, তারা তাদের নিজেদের সঙ্গে করে কোনো পশুপাখি মন্দিরে নিয়ে আসতে পারত না। তাই, লোকেরা এখানে এসে তাদের প্রয়োজনীয় পশু অথবা পাখি কিনে নিত। কিন্তু, এই ব্যক্তিরা লোকেদের কাছ থেকে অনেক বেশি দাম নিত। তারা লোকেদের ঠকাত। আর তা ছাড়া, ঈশ্বরের মন্দিরের ভিতরে তাদের বিক্রি করা উচিত ছিল না।

এই কারণেই যিশু অনেক রেগে গিয়েছেন। তাই, তিনি লোকেদের টেবিল উলটে ফেলে দিয়ে তাদের টাকা ছড়িয়ে দিয়েছেন। এ ছাড়া, তিনি দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করেন এবং মন্দির থেকে সমস্ত পশুপাখি বের করে দেন। যে-লোকেরা পায়রা বিক্রি করছিল, তাদেরকে তিনি এই আদেশ দেন: ‘এগুলো এখান থেকে নিয়ে যাও! আমার পিতার গৃহকে টাকা রোজগার করার স্থানে পরিণত করবে না।’

এখানে যিরূশালেমে ঈশ্বরের মন্দিরে যিশুর কয়েক জন অনুসারী তাঁর সঙ্গে রয়েছে। তারা যিশুকে যা করতে দেখছে, তাতে খুবই অবাক হয়ে যায়। তখন তাদের বাইবেলের একটি অংশের বিষয়ে মনে পড়ে যায়, যেখানে ঈশ্বরের পুত্র সম্বন্ধে এই কথা বলা আছে: ‘ঈশ্বরের গৃহের জন্য প্রেম তাঁর মধ্যে আগুনের মতো জ্বলবে।’

এখানে যিরূশালেমে নিস্তারপর্বে যোগ দেওয়ার সময় যিশু অনেক অলৌকিক কাজ করেন। এরপর, যিশু যিহূদিয়া ছেড়ে গালীলে ফিরে যাওয়ার জন্য যাত্রা শুরু করেন। কিন্তু, সেখানে যাওয়ার পথে তিনি শমরিয়া অঞ্চলের মধ্যে দিয়ে যান। চলো দেখি সেখানে কী ঘটে।

যোহন ২:১৩-২৫; ৪:৩, ৪.

অধ্যয়ন প্রশ্নাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার