পাঠ ৭৬
যিশু মন্দির পরিষ্কার করেন
যিশু ৩০ খ্রিস্টাব্দে প্রায় এপ্রিল মাসের দিকে জেরুসালেমে যান। অনেক লোক নিস্তারপর্ব পালন করার জন্য সেখানে আসে। এই উৎসবের সময় তারা মন্দিরে পশু বলি দিত। কিছু লোক তাদের সঙ্গে করে পশু বা পাখি নিয়ে আসত এবং কিছু লোক জেরুসালেমে এসে সেগুলো কিনত।
যিশু যখন মন্দিরে আসেন, তখন তিনি দেখেন, লোকেরা সেখানে পশু ও পাখি বিক্রি করছে। তারা যিহোবার উপাসনার গৃহের মধ্যেই ব্যাবসা করতে শুরু করেছিল! এটা দেখে যিশু কী করেছিলেন? তিনি দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করেন আর তা দিয়ে তিনি সমস্ত মেষ ও গরু মন্দির থেকে তাড়িয়ে দেন। তিনি মুদ্রা বিনিময়কারীদের টেবিল উলটে দেন এবং তাদের মুদ্রাগুলো মেঝের উপর ছড়িয়ে ফেলেন। যারা ঘুঘু বিক্রি করছিল, যিশু তাদের বলেন: “এগুলো নিয়ে এখান থেকে চলে যাও! আমার পিতার গৃহকে বাণিজ্যের গৃহ করে তুলো না!”
মন্দিরের সমস্ত লোক যিশুর কাজ দেখে আশ্চর্য হয়ে যায়। তখন তাঁর শিষ্যদের মশীহের বিষয়ে করা এই ভবিষ্যদ্বাণী মনে পড়ে যায়: ‘যিহোবার গৃহের প্রতি আমার খুব উদ্যোগ থাকবে।’
পরে, ৩৩ খ্রিস্টাব্দে যিশু দ্বিতীয় বার মন্দির পরিষ্কার করেন। তিনি কাউকেই তাঁর পিতার গৃহকে অসম্মান করতে দেননি।
“তোমরা ঈশ্বর ও ধনসম্পদ, উভয়ের দাসত্ব করতে পার না।”—লূক ১৬:১৩