ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৭৬ পৃষ্ঠা ১৮০-পৃষ্ঠা ১৮১ অনু. ২
  • যিশু মন্দির পরিষ্কার করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু মন্দির পরিষ্কার করেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু মন্দির পরিষ্কার করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • যিহোবার উপাসনার জন্য উদ্যোগ
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • “সময় উপস্থিত!”
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি জানতেন?
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৭৬ পৃষ্ঠা ১৮০-পৃষ্ঠা ১৮১ অনু. ২
যিশু একটা চাবুক দিয়ে সমস্ত পশু ও পাখি মন্দির থেকে তাড়িয়ে দিচ্ছেন আর মুদ্রা বিনিময়কারীদের টেবিল উলটে দিচ্ছেন

পাঠ ৭৬

যিশু মন্দির পরিষ্কার করেন

যিশু ৩০ খ্রিস্টাব্দে প্রায় এপ্রিল মাসের দিকে জেরুসালেমে যান। অনেক লোক নিস্তারপর্ব পালন করার জন্য সেখানে আসে। এই উৎসবের সময় তারা মন্দিরে পশু বলি দিত। কিছু লোক তাদের সঙ্গে করে পশু বা পাখি নিয়ে আসত এবং কিছু লোক জেরুসালেমে এসে সেগুলো কিনত।

যিশু যখন মন্দিরে আসেন, তখন তিনি দেখেন, লোকেরা সেখানে পশু ও পাখি বিক্রি করছে। তারা যিহোবার উপাসনার গৃহের মধ্যেই ব্যাবসা করতে শুরু করেছিল! এটা দেখে যিশু কী করেছিলেন? তিনি দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করেন আর তা দিয়ে তিনি সমস্ত মেষ ও গরু মন্দির থেকে তাড়িয়ে দেন। তিনি মুদ্রা বিনিময়কারীদের টেবিল উলটে দেন এবং তাদের মুদ্রাগুলো মেঝের উপর ছড়িয়ে ফেলেন। যারা ঘুঘু বিক্রি করছিল, যিশু তাদের বলেন: “এগুলো নিয়ে এখান থেকে চলে যাও! আমার পিতার গৃহকে বাণিজ্যের গৃহ করে তুলো না!”

মন্দিরের সমস্ত লোক যিশুর কাজ দেখে আশ্চর্য হয়ে যায়। তখন তাঁর শিষ্যদের মশীহের বিষয়ে করা এই ভবিষ্যদ্‌বাণী মনে পড়ে যায়: ‘যিহোবার গৃহের প্রতি আমার খুব উদ্যোগ থাকবে।’

পরে, ৩৩ খ্রিস্টাব্দে যিশু দ্বিতীয় বার মন্দির পরিষ্কার করেন। তিনি কাউকেই তাঁর পিতার গৃহকে অসম্মান করতে দেননি।

“তোমরা ঈশ্বর ও ধনসম্পদ, উভয়ের দাসত্ব করতে পার না।”—লূক ১৬:১৩

প্রশ্ন: যিশু যখন লোকদের মন্দিরের মধ্যে পশু ও পাখি বিক্রি করতে দেখেছিলেন, তখন তিনি কী করেছিলেন? কেন যিশু এমনটা করেছিলেন?

মথি ২১:১২, ১৩; মার্ক ১১:১৫-১৭; লূক ১৯:৪৫, ৪৬; যোহন ২:১৩-১৭; গীতসংহিতা ৬৯:৯

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার