ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gt অধ্যায় ৮
  • এক উৎপীড়কের নিকট থেকে পলায়ন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক উৎপীড়কের নিকট থেকে পলায়ন
  • সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা যিশুকে সুরক্ষা জোগান
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • তিনি সুরক্ষা করেছিলেন, তিনি ভরণ-পোষণ জুগিয়েছিলেন, তিনি দায়িত্ব পালন করেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • একটা তারা লোকেদের পথ দেখায়
    আমার বাইবেলের গল্পের বই
  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
আরও দেখুন
সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
gt অধ্যায় ৮

অধ্যায় ৮

এক উৎপীড়কের নিকট থেকে পলায়ন

যোষেফ মরিয়মকে ঘুম থেকে জাগান যাতে তাকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিতে পারেন। যিহোবার দূত সবেমাত্র তার কাছে আবির্ভূত হয়, এবং বলে: “উঠ শিশুটিকে ও তাঁহার মাতাকে লইয়া মিশরে পলায়ন কর, আর আমি যতদিন না বলি, ততদিন সেখানে থাক; কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাঁহার অনুসন্ধান করিবে।”

তাড়াতাড়ি, তারা তিনজন পলায়ন করেন। আর ঠিক সময় তা তারা করেন কারণ হেরোদ জানতে পেরেছে যে জ্যোতিষীরা তার সাথে চালাকি করে দেশ ছেড়ে চলে গেছে। স্মরণে থাকতে পারে, যে তারা যখন যীশুকে খুঁজে পাবে তাদের ফিরে এসে সংবাদ দেওয়ার কথা ছিল। হেরোদ ভীষণ ক্রুদ্ধ হয়। যাতে সে যীশুকে হত্যা করতে পারে, সে আদেশ দেয় বৈৎলেহমে ও তার পরিসীমার মধ্যে যত দুই বৎসর ও তার অল্পবয়সের বালক আছে তাদের যেন হত্যা করা হয়। বয়সের এই সীমা সে নির্ধারণ করে পূর্ব দেশ থেকে আসা সেই জ্যোতিষীদের নিকট থেকে যে তথ্য পেয়েছিল তার উপর ভিত্তি করে।

এই শিশু পুত্রদের হত্যা দেখা এক ভয়ানক দৃশ্য! হেরোদের সৈন্যরা একের পর এক গৃহ ভেঙ্গে প্রবেশ করে। আর যখন তারা পুত্র শিশু সন্তান দেখতে পায়, তারা তাকে তাদের মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়। আমরা জানি না কত শিশুদের তারা হত্যা করে, কিন্তু মায়েদের অত্যন্ত রোদন ও হাহাকার বাইবেলে ঈশ্বরের ভাববাদী যিরমিয়ের ভবিষ্যদ্বাণী পূর্ণ করে।

এরমধ্যে, যোষেফ ও তার পরিবার নিরাপদে মিশরে পৌঁছে গেছেন, আর তারা এখন সেখানে বাস করেন। কিন্তু এরপর একদিন রাত্রে যিহোবার দূত আবার যোষেফের কাছে স্বপ্নদর্শনে আবির্ভূত হয়। “উঠ, শিশুটিকে ও তাঁহার মাতাকে লইয়া,” দূত বলেন, “ইস্রায়েল দেশে যাও, কারণ যাহারা শিশুটির প্রাণনাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়াছে।” তাই বাইবেলের আর এক ভাববাণীর পূর্ণতাস্বরূপ যা বলে ঈশ্বরের পুত্রকে মিশর থেকে ডাকা হবে, সেই পরিবার তাদের স্বদেশে ফিরে আসেন।

যোষেফ চান যেন তারা যিহূদীয়ায় বাস করেন, যেখানে তারা বৈৎলেহমে বাস করতেন মিশরে পলায়নের পূর্বে। কিন্তু তিনি জানতে পারেন যে হেরোদের দুষ্ট পুত্র আর্খিলায় এখন যিহূদার রাজা, এবং আরও একটি স্বপ্নে যিহোবা তাকে এই বিষয়ে সতর্ক করেন। তাই যোষেফ ও তার পরিবার উত্তরদিকে গালীলের নাসরৎ নগরে বসবাস করতে শুরু করেন। এইখানে এই লোকসমাজে, যিহূদী ধর্মীয় জীবনের কেন্দ্রস্থল থেকে দূরে, যীশু বেড়ে ওঠেন। মথি ২:১৩-২৩; যিরমিয় ৩১:১৫; হোশেয় ১১:১.

▪ যখন জ্যোতিষীরা ফেরৎ এলনা, কি ভয়ানক কাজ রাজা হেরোদ করে, কিন্তু যীশু কিভাবে রক্ষা পান?

▪ যখন যোষেফ মিশর থেকে ফিরে আসেন, কেন তিনি আর বৈৎলেহমে থাকেননি?

▪ এই সময়ে বাইবেলের কোন্‌ ভাববাণীগুলি পূর্ণ হয়?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার