ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৭১ পৃষ্ঠা ১৬৮-পৃষ্ঠা ১৬৯ অনু. ১
  • যিহোবা যিশুকে সুরক্ষা জোগান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা যিশুকে সুরক্ষা জোগান
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একটা তারা লোকেদের পথ দেখায়
    আমার বাইবেলের গল্পের বই
  • এক উৎপীড়কের নিকট থেকে পলায়ন
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • যীশু এবং সেই জ্যোতিষীগণ
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৭১ পৃষ্ঠা ১৬৮-পৃষ্ঠা ১৬৯ অনু. ১
মরিয়ম এবং ছোট্ট যিশু গাধার পিঠে বসে আছেন আর যোষেফ তাদের পাশে পাশে হাঁটছেন

পাঠ ৭১

যিহোবা যিশুকে সুরক্ষা জোগান

ইজরায়েলের পূর্ব দিকের একটা জায়গায় লোকেরা বিশ্বাস করত যে, আকাশের তারা তাদের পথ দেখাতে পারে। একদিন রাতে, পূর্ব দিক থেকে আসা কিছু ব্যক্তি আকাশে একটা উজ্জ্বল তারা দেখতে পায়, যেটা এগিয়ে যেতে থাকে। সেই ব্যক্তিরা ওই তারা অনুসরণ করে এগোতে থাকে। ওই “তারা” তাদের জেরুসালেমে নিয়ে যায়। সেই ব্যক্তিরা লোকদের জিজ্ঞেস করে: ‘সেই বাচ্চাটি কোথায়, যিনি যিহুদিদের রাজা হবেন? আমরা তাঁকে প্রণাম করতে এসেছি।’

জেরুসালেমের রাজা হেরোদ যখন নতুন রাজার বিষয়ে শোনেন, তখন তিনি অনেক উদ্‌বিগ্ন হয়ে পড়েন। তিনি প্রধান যাজকদের জিজ্ঞেস করেন: ‘কোথায় সেই রাজার জন্মগ্রহণ করার কথা?’ তারা তাকে বলে: ‘ভাববাদীরা এই কথা বলেছিলেন যে, তিনি যিহূদিয়ার বেথলেহেমে জন্মগ্রহণ করবেন।’ তাই, হেরোদ পূর্ব দিক থেকে আসা সেই ব্যক্তিদের ডেকে পাঠান আর বলেন: ‘তোমরা বেথলেহেমে গিয়ে শিশুটিকে খুঁজে বের করো। ফিরে এসে আমাকে বলো, তিনি কোথায় আছেন। আমিও গিয়ে তাঁকে প্রণাম করতে চাই।’ কিন্তু, তার কথা একেবারে মিথ্যা ছিল।

ওই “তারা” আবার চলতে শুরু করে। সেই ব্যক্তিরা সেটার পিছন পিছন গিয়ে বেথলেহেমে এসে পৌঁছায়। তারপর ওই “তারা” একটা বাড়ির উপরে এসে দাঁড়ায় আর সেই ব্যক্তিরা বাড়ির ভিতরে যায়। তারা যিশুকে তাঁর মা মরিয়মের সঙ্গে দেখতে পায়। তারা মাটিতে উবুড় হয়ে শিশুটিকে প্রণাম করে আর তাঁকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দেন। যিহোবা কি সত্যিই যিশুকে খুঁজে বের করার জন্য সেই ব্যক্তিদের পাঠিয়েছিলেন? না।

সেই রাতে যিহোবা একটা স্বপ্নের মাধ্যমে যোষেফকে বলেন: ‘হেরোদ যিশুকে মেরে ফেলতে চাইছেন। তাই, তোমার স্ত্রী এবং বাচ্চাটিকে নিয়ে মিশরে পালিয়ে যাও। যতদিন পর্যন্ত না আমি বলছি যে, এখানে ফিরে আসা নিরাপদ, ততদিন সেখানেই থাকো।’ সঙ্গেসঙ্গে যোষেফ এবং তার পরিবার মিশরে চলে যায়।

যিহোবা পূর্ব দিক থেকে আসা সেই ব্যক্তিদের বলেন, তারা যেন আর হেরোদের কাছে ফিরে না যায়। হেরোদ যখন বুঝতে পারেন যে, তারা আর ফিরে আসছে না, তখন তিনি ভীষণ রেগে যান। যিশুকে খুঁজে না পেয়ে, তিনি বেথলেহেমের সেই সমস্ত ছেলে শিশুকে মেরে ফেলার আদেশ দেন, যাদের বয়স যিশুর মতো ছিল। কিন্তু, যিশু সেখান থেকে অনেক দূরে মিশরে সুরক্ষিত থাকেন।

কিছু সময় পরে, হেরোদ মারা যান। যিহোবা যোষেফকে বলেন: ‘এখন ফিরে যাওয়া তোমার জন্য নিরাপদ হবে।’ যোষেফ, মরিয়ম এবং যিশু ইজরায়েলে ফিরে যায় আর তারা নাসরৎ নামে একটা নগরে থাকতে শুরু করে।

“আমার মুখ থেকে বের হওয়া বাক্য তেমনই হবে . . . এবং সেটাকে যে-কাজের জন্য পাঠাই, তা অবশ্যই করবে।”—যিশাইয় ৫৫:১১, NW

প্রশ্ন: কেন যিশুর জীবন ঝুঁকির মুখে ছিল? কীভাবে যিহোবা তাঁকে সুরক্ষা জুগিয়েছিলেন?

মথি ২:১-২৩; মীখা ৫:২

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার