ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gt অধ্যায় ২৬
  • কফরনাহূমে নিজের গৃহে ফিরে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কফরনাহূমে নিজের গৃহে ফিরে
  • সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশ্রামবারে উত্তম কাজ করা
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • একজন ঈশ্বর যিনি “ক্ষমা করার জন্য তৈরি”
    যিহোবার নিকটবর্তী হোন
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা একজন “ক্ষমাবান্‌” ঈশ্বর
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
gt অধ্যায় ২৬

অধ্যায় ২৬

কফরনাহূমে নিজের গৃহে ফিরে

এতদিনে যীশুর খ্যাতি নিকটে দূরে সর্ব স্থানে ছড়িয়ে পড়েছে, ও লোকেরা তিনি যে নির্জন স্থানে থাকেন সেখানে দূরদুরান্ত থেকে আসছে। কিছুদিন পরে, যাইহোক, তিনি গালীল সমুদ্র দিয়ে কফরনাহূমে ফিরে আসেন। তিনি যে ফিরে এসেছেন তা দ্রুত নগরে লোকেরা জানতে পারে, আর অনেকে তিনি যেখানে থাকেন সেখানে আসে। ফরীশীরা ও আইন শিক্ষকরা সুদূর যিরূশালেম থেকেও তার কাছে আসেন।

ভিড় এত বেশী হয় যে দরজা দিয়ে ঢুকবার যে রাস্তা তা বন্ধ হয়ে যায়, এবং আর কারুর ভিতরে আসার জায়গা থাকে না। এক প্রকৃত স্মরণীয় ঘটনা ঘটার জন্য দৃশ্যপট তৈরী হচ্ছিল। এই উপলক্ষে যা ঘটে তা সত্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ ইহা আমাদের উপলব্ধি করতে সাহায্য করে যে যীশুর সেই ক্ষমতা আছে মানুষের দুঃখদুর্দশার কারণ দূর করবার এবং যাদের তিনি বেছে নেন তাদের সকলের উত্তম স্বাস্থ্য ফিরিয়ে দেবার।

যখন যীশু জনতাকে শিক্ষা দিচ্ছেন, চার ব্যক্তি একজন পক্ষাঘাতী ব্যক্তিকে খাটে করে সেই গৃহে নিয়ে আসে। তারা চায় যীশু তাদের বন্ধুকে সুস্থ করুন, কিন্তু এত ভীড় যে, তারা ভিতরে ঢুকতে পারে না। কি নৈরাশ্যজনক! কিন্তু তারা ব্যাপারটা ছেড়ে দেয় না। তারা ছাদের উপর ওঠে, সেখানে গর্ত করে, আর সেখান থেকে এই পক্ষাঘাতী ব্যক্তিকে তার খাট সমেত যীশুর পাশে নামিয়ে দেয়।

যীশু কি এই ব্যাঘাত সৃষ্টির জন্য রেগে যান? না কখনই নয়! পরিবর্তে, তিনি তাদের বিশ্বাস দেখে প্রভাবিত হন। তিনি সেই পক্ষাঘাতীকে বলেন: “তোমার পাপসকল ক্ষমা হইল।” কিন্তু যীশু কি প্রকৃতই পাপ ক্ষমা করতে পারতেন? অধ্যাপকগণ ও ফরীশীরা তা মনে করেন না। তাই তারা তাদের হৃদয়ে যুক্তি তোলে: “এ ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর-নিন্দা করিতেছে। সেই একজন, অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে?”

তারা কি চিন্তা করছে তা বুঝতে পেরে, যীশু তাদের বলেন: “তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতীকে ‘তোমার পাপ ক্ষমা হইল’ বলা, না ‘উঠ, তোমার শয্যা তুলিয়া বেড়াও’ বলা?”

তখন, যীশু সেই বিরাট জনতাকে, যাদের মধ্যে তাঁর সমালোচকেরাও ছিল, তিনি এক অসাধারণ প্রমাণ দেখতে দেন যা প্রকাশ করবে যে তাঁর অধিকার রয়েছে পৃথিবীতে পাপ ক্ষমা করার এবং বাস্তবিকই তিনিই হলেন সব থেকে মহান ব্যক্তি যিনি কখনও এই পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি সেই পক্ষাঘাতীর দিকে ফিরে বলেন: “উঠ, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও।” আর তখনই সে তা করে, সকলের সামনে তার খাট তুলে হেটে বেরিয়ে যায়! আশ্চর্য্য হয়ে লোকে ঈশ্বরকে গৌরব দেয় ও বলে: “এমন কখনও দেখি নাই!”

আপনি কি লক্ষ্য করেছেন যে যীশু পাপের সাথে রোগব্যাধির যোগ আছে বলেছেন এবং পাপ ক্ষমার সাথে উত্তম স্বাস্থ্যের যোগ আছে? বাইবেল দেখায়, আমাদের প্রথম পিতা আদম পাপ করে, আর আমরা সকলে জন্মসূত্রে পেয়েছি, সেই পাপের ফল, যা হল রোগ ও মৃত্যু। কিন্তু ঈশ্বরের রাজ্যের শাসনের অধীনে, যীশু তাদের পাপ ক্ষমা করে দেবেন যারা ঈশ্বরকে ভালবাসে ও তাঁকে সেবা করতে চায়, আর তখন সব রোগব্যাধি সরিয়ে দেওয়া হবে। তা কত চমৎকারই না হবে! মার্ক ২:১-১২; লূক ৫:১৭-২৬; মথি ৯:১-৮; রোমীয় ৫:১২, ১৭-১৯.

▪ প্রকৃতই একটি স্মরণীয় ঘটনার দৃশ্যপট কি ছিল?

▪ সেই পক্ষাঘাতী কি ভাবে যীশুর কাছে পৌঁছায়?

▪ আমরা সকলে কেন পাপী, কিন্তু কিভাবে যীশু আশা দেন যে আমাদের পাপের ক্ষমা ও উত্তম স্বাস্থ্য সবে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার